Ajker Patrika

ডুমুরিয়ায় কাজ শেষ হওয়ার আগেই ভেঙে গেল রাস্তা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৩, ২০: ৫৭
ডুমুরিয়ায় কাজ শেষ হওয়ার আগেই ভেঙে গেল রাস্তা

খুলনার ডুমুরিয়ায় কংক্রিটের রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ার অভিযোগ পাওয়া গেছে। অল্প কয়েক দিনের মধ্যে পুরো রাস্তার একপাশ ভেঙে পুকুরে পড়বে বলে মনে করছেন এলাকাবাসী। 

সরেজমিন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর পশ্চিমপাড়ার মানুষের রাস্তা চলাচলের দুর্ভোগ লাঘব করার জন্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি উন্নয়ন তহবিল থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেন। কাজটি দেওয়া হয় ওই এলাকার সুমন সরকার নামে এক ব্যক্তিকে। কিন্তু কাজের মান ভালো না হওয়ায়, কাজ শেষ হওয়ার আগেই তা ভাঙতে শুরু করেছে। 

২১০ ফুট কংক্রিট রাস্তার মধ্যে ১৭০ ফুট রাস্তার কাজ শেষ হয়েছে। বাকি ৪০ ফুট রাস্তার কাজ বর্তমানে বন্ধ আছে। কিন্তু কী কারণে কাজ বন্ধ আছে, সেটা জানা যায়নি। ইতিমধ্যে রাস্তাটির একপাশ ভাঙন ধরেছে। এলাকাবাসী বলছেন, এখনো কাজ শেষ হয়নি। তার মধ্যে ভাঙন ধরেছে এবং অল্প কয়েক দিনের মধ্যে বাঁশ দিয়ে করা পাইলিংসহ রাস্তার একপাশ পুকুরে ভেঙে পড়বে। 

এ ব্যাপারে পিআইসি সভাপতি সুমন সরকার জানান, ধানবোঝাই গাড়ি নিয়ে যাওয়ার কারণে রাস্তাটি ভাঙতে শুরু করেছে। 

এলাকাবাসীর বলছেন, রাস্তা তো করা হয়েছে মূলত মানুষ চলাচল ও মালামাল আনা-নেওয়ার জন্য। নিয়ম অনুযায়ী মালামাল না দেওয়ার কারণে রাস্তাটি ভাঙতে শুরু করেছে। 

রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এর বাইরে আমি কিছু জানি না।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আশরাফ হোসেন বলেন, রাস্তার ভাঙনসহ পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো বিল দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত