Ajker Patrika

ডুমুরিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে কুপিয়ে জখম করল স্বামী

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
Thumbnail image

খুলনার ডুমুরিয়ায় যৌতুকের দাবিতে মুক্তি মণ্ডল (২৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী দেবু মণ্ডলের (৩৫) বিরুদ্ধে। মুমূর্ষু অবস্থায় মুক্তি মণ্ডল ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে মাধবকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।

হাসপাতাল এবং আহতের স্বজনদের থেকে জানা গেছে, ১৫ বছর আগে মির্জাপুর গ্রামের হোমিওপ্যাথিক ডা. শান্তি রঞ্জন মণ্ডলের মেয়ে মুক্তির সঙ্গে পাশের মাধবকাঠী গ্রামের নিতাই মণ্ডলের ছেলে দেবু মণ্ডলের বিয়ে হয়। বিয়ের দেড় বছরের মাথায় তাঁদের একটি পুত্র সন্তান হয়। বিয়ের পর থেকেই জামাই দেবু নানা টালবাহানায় যৌতুক দাবি করতে থাকে। শান্তি রঞ্জন নগদ টাকাসহ লাখ লাখ টাকার আসবাবপত্র দিয়ে আসছেন।

কিন্তু তারপরেও প্রায়ই নানা অজুহাতে মুক্তিকে মারধর করে। গত সোমবার কোনো কারণ ছাড়াই ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় ৬টি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত