Ajker Patrika

ডুমুরিয়ায় ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, ফুচকা বিক্রেতা গ্রেপ্তার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়ায় ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, ফুচকা বিক্রেতা গ্রেপ্তার

খুলনার ডুমুরিয়ায় ধর্ষণের শিকার সপ্তম শ্রেণির এক ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এই ঘটনায় গতকাল বুধবার ওই ছাত্রীর মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন। পরে রাতেই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রবিউল ইসলাম গাজী (৪৫) উপজেলার বাদুরগাছা গ্রামের বাসিন্দা। তিনি একজন ফুচকা বিক্রেতা।

মামলা সূত্রে জানা গেছে, ফুচকা বিক্রেতা রবিউল ইসলাম আট মাস আগে ওই স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এ সময় কয়েকটি অশ্লীল ছবি ধারণ করা হয়। পরে ওই ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েক দিন তাকে ধর্ষণ করে।

ভয় ও আতঙ্কে মেয়েটি পরিবারের কাউকে বিষয়টি জানায়নি। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা বিষয়টা টের পায়। এরপর গত ৩০ এপ্রিল খুলনার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করে মেয়েটি অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন। পরে গতকাল থানায় মামলা করা হয়।

এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা করার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত