ডোবে বগুড়ায়, উদ্ধারে আসেন রাজশাহীর ডুবুরি
করতোয়া, ইছামতী, যমুনা ও বাঙ্গালী নদী বয়ে গেছে বগুড়া জেলায়। এগুলোর মধ্যে বাঙ্গালী ও যমুনা একই সঙ্গে প্রশস্ত, গভীর এবং খরস্রোতা। ছোট-বড় এই চার নদীর জেলায় নেই কোনো ডুবুরি দল। এখানে নদীতে কেউ ডুবে গেলে তাদের উদ্ধার করতে খবর দেওয়া হয় রাজশাহীর ডুবুরি দলকে। আর বগুড়া থেকে রাজশাহীর দূরত্ব ১১০ দশমিক ৬ কিলোমি