Ajker Patrika

‘সেলফি তুলতে গিয়ে’ যমুনায় নিখোঁজ ছাত্রের লাশ মিলল 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৩: ০২
Thumbnail image

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র শিশিরের (১৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল শুক্রবার রাতে সিরাজগঞ্জে যমুনা নদীর ৩ নম্বর ক্রস বাঁধ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতাউর রহমান। 

নিহত কলেজছাত্র শিশির সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার আলম শেখের ছেলে। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, গত শুক্রবার দুপুরে কলেজছাত্র শিশির বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যান। তাঁরা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তুলছিলেন। এ সময় শিশির গভীর পানিতে তলিয়ে যান। রাতে রাজশাহী থেকে ডুবুরি দল এসে শিশিরের মরদেহ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত