ডুবে যাওয়া জাহাজ থেকে পদ্মা সেতুর নির্মাণসামগ্রী চুরি, ৩ ডুবুরিসহ গ্রেপ্তার ১২
নির্মাণসামগ্রী চুরিতে কয়েকজন ডুবুরি জড়িত থাকার বিষয়ে ওসি মিজানুর রহমান বলেন, ‘ডুবে যাওয়া জাহাজ থেকে মালামাল উদ্ধারে কাজ করেন ডুবুরি সোহরাব। পরে সেই ওই জাহাজ থেকে মালামাল চুরির জন্য তিনি অন্যদের সংঘবদ্ধ করেন। তাঁদের সঙ্গে আরিফ প্রকাশ আলী ও জাবেদ এখনো পলাতক রয়েছেন।’