‘মায়ের দোয়া টিম’, দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছেন সাকিব
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নেটে কাল অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফিরছিলেন সাকিব আল হাসান। সাংবাদিকদের দেখে একটু দাঁড়ালেন। টুর্নামেন্ট ভালো খেলতে শুভকামনা জানাতেই সাকিবের রসিকতা, ‘দোয়া কইরেন, আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’ সাকিবের রসিকতায় হাসির রোল উঠল। গত বিশ্বকা