Ajker Patrika

টাকার বিনিময়ে সমর্থকদের সঙ্গে নৈশভোজ, সমালোচনায় বাবররা

আপডেট : ০৫ জুন ২০২৪, ২২: ১৬
টাকার বিনিময়ে সমর্থকদের সঙ্গে নৈশভোজ, সমালোচনায় বাবররা

প্রিয় তারকার সান্নিধ্য পেতে কে না চায়! টাকার বিনিময়ে সে সান্নিধ্যের পাশাপাশি নৈশভোজেরও সুযোগ সমর্থকদের করে দিয়েছিল পাকিস্তান দল। ২৫ ডলারের বিপরীতে যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানিদের এমন একটি ‘মিট অ্যান্ড গ্রিট’ ডিনারের সুযোগ করে দেয় পাকিস্তান দল। 

সঙ্গে প্রিয় ক্রিকেটারদের সঙ্গে সেলফি তোলার বিষয়টি তো ছিলোই। টাকার বিনিময়ে এমনটা করায় এবার সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দল। দলটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ তো রীতিমতো ধুয়ে দিয়েছেন দলকে, ‘অফিশিয়াল ডিনারের কথা শুনেছি। কিন্তু এটা ছিল প্রাইভেট ডিনার। কে করেছে এটা! খুবই বাজে কাজ হয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে ২৫ ডলার থাকলেই আমাদের খেলোয়াড়দের সঙ্গে দেখা করা যাবে! খোদা না করুক, যদি বাজে কিছু হয়ে যায়, তখন সবাই বলবে ছেলেরা শুধু টাকা কামানোটাই বোঝে!’

পাকিস্তান দলের সঙ্গে এমন বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। এর আগেও বহুবার দলটি বিতর্কিত কর্মকাণ্ডে শিরোনাম হয়েছেন। বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিদের তাই নৈশভোজ নিয়ে সুপরামর্শ দিয়েছেন লতিফ। তিনি বলেছেন, ‘২-৩টি নৈশভোজে তোমরা অংশ নিতেই পারো। তবে বাণিজ্যিক স্বার্থ নেই এমন নৈশভোজে। তোমরা দাতব্য (সংস্থার) এবং তহবিল সংগ্রহের নৈশভোজে যেতে পারো। কিন্তু এই নৈশভোজ না তো ছিল তহবিল সংগ্রহের কিংবা দাতব্যকাজের। পাকিস্তান ও পাকিস্তান ক্রিকেটের নাম জড়িয়ে আছে এটি এমন একটি ব্যক্তিগত অনুষ্ঠান। এমন ভুল আর কোরো না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত