৫০-এ ‘শারীরিক শিক্ষা’
রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘শারীরিক শিক্ষা’। খায়রুল পাপনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মারজুক রাসেল, নিশাত প্রিয়ম, নাদিয়া মীম, মুকিত জাকারিয়া, তানজিম অনিক, সহিদ-উন-নবী, সায়েম সালেক প্রমুখ। আজ প্রচার হবে ধারাবাহিকটির ৫০ত