Ajker Patrika

সিড মানি নিয়ে আলোচনা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০৯: ৩৮
সিড মানি নিয়ে আলোচনা

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রথম বৈঠক। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে ও সচিব মো. মকবুল হোসেনের পরিচালনায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠকে ট্রাস্টের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। আলোচনার অন্যতম বিষয় ছিল ট্রাস্টের তহবিল গঠনে ‘সিড মানি’ সংগ্রহ ও কার্যক্রম পরিচালনার জন্য লোক নিয়োগ।

সভায় উপস্থিত ছিলেন শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য ও সাংসদ সুবর্ণা মুস্তাফা, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. মিজান-উল-আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মো. আজিজুর রহমান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাসনা জাহান খানম, অর্থ বিভাগের যুগ্ম সচিব ফাতেমা রহিম, অভিনেতা শহীদুজ্জামান সেলিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন প্রমুখ।

এ বিষয়ে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক একটি তহবিলের জন্য সভায় সিড মানি নিয়ে কথা হয়েছে। আমি আশা করেছিলাম ৩০ কোটি টাকার একটা তহবিল বরাদ্দ হোক। মন্ত্রী মহোদয় করোনা পরিস্থিতি বিবেচনায় ১০ কোটি টাকার কথা বলেছেন। টাকাটা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ হয়ে গেলে অন্যান্য কাজ শুরু হয়ে যাবে।’

উল্লেখ্য, টেলিভিশন অভিনয়শিল্পীরাও এই ট্রাস্টের আওতাভুক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত