বিনোদন প্রতিবেদক
ভ্যালেন্টাইন’স ডে মানেই বর্তমানে নাটকের একটি বড় উৎসব। প্রতিবারের মতো এবারও এ দিনটিকে উপলক্ষ্য করে বেশ আয়োজন চলছে। বৈচিত্রময় গল্প নিয়ে মাঠে নেমে পড়েছেন নির্মাতারা। চলছে শুটিং। অনেকে এরইমধ্যে শুটিং শেষও করেছেন।
ভ্যালেন্টাইন’স ডে’র নাটক হিসেবে এরইমধ্যে আলোচনায় রয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’। জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অভিনেতা অপূর্ব। তার সঙ্গে এ নাটকে জুটি হয়েছেন কেয়া পায়েল।
বর্তমানে অনলাইনে নাটকটি নিয়ে দর্শকের আগ্রহ ব্যাপকভাবে লক্ষ করা যাচ্ছে। নাটক সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে নটাকটি নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে নাটকের প্রথম প্রমোশনাল ভিডিও ছাড়ার পর সবাই নাটকটি নিয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’র টাইটেল গান।
ভ্যালেন্টাইন মানে গানেরও একটি বড় উৎসব। তাই ধারনা করা হচ্ছে এবার ‘উড়ছি তোমার প্রেমে’ নাটকটি গান এবং গল্প দিয়ে রাঙিয়ে দিবে উৎসব। নাটকটির গল্প নিয়ে নির্মাতা এবং অভিনয়শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আপাতত এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে পরিচালক জাকারিয়া সৌখিন জানিয়েছেন, পুরোপুরি রোমান্টিক স্বাদের গল্প এটি। সাথে রয়েছে মুগ্ধতা এবং বিরহের আমেজ। তিনি বলেন, ‘আমি খুবই টেনশনে আছি। কারণ নাটকটি নিয়ে দর্শকের যে পরিমাণ আগ্রহ তাতে আমার ভয়ে হাঁটু কাঁপছে। যতো বেশি আগ্রহ, ততো বেশি চাপ। এ চাপ আমি কিভাবে সামাল দেবো জানি না।’
নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। দর্শকের আগ্রহ থাকলে কাজটি করে শান্তি পাওয়া যায়। আমি আমার ভক্ত এবং দর্শকদের বলতে চাই- আমাকে আপনারা যেমন রোমান্টিক মুডে এবং ফিলে দেখতে চান, এই নাটকটিতে সেভাবেই পাবেন। আশা করি কেউ নিরাশ হবেন না।’
পায়েল বলেন, ‘আমি একেবারেই নবীন একজন অভিনেত্রী। আমার জায়গা থেকে এই নাটকটি অনেক বড় একটা সুযোগ নিজেকে প্রমাণ করার জন্য। অপূর্ব ভাই, সৌখিন ভাইয়ের সহযোগিতায় আমি চেষ্টা করেছি ঠিকঠাক মতো অভিনয় করতে। বাকীটা আল্লাহ ভরসা।’
‘উড়ছি তোমার প্রেমে’ নাটকটিতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ আলী সুজন, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ।
জাকারিয়া সৌখিন নিশ্চিত করলেন, নাটকটি ভ্যালেন্টাইনে সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।
ভ্যালেন্টাইন’স ডে মানেই বর্তমানে নাটকের একটি বড় উৎসব। প্রতিবারের মতো এবারও এ দিনটিকে উপলক্ষ্য করে বেশ আয়োজন চলছে। বৈচিত্রময় গল্প নিয়ে মাঠে নেমে পড়েছেন নির্মাতারা। চলছে শুটিং। অনেকে এরইমধ্যে শুটিং শেষও করেছেন।
ভ্যালেন্টাইন’স ডে’র নাটক হিসেবে এরইমধ্যে আলোচনায় রয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’। জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অভিনেতা অপূর্ব। তার সঙ্গে এ নাটকে জুটি হয়েছেন কেয়া পায়েল।
বর্তমানে অনলাইনে নাটকটি নিয়ে দর্শকের আগ্রহ ব্যাপকভাবে লক্ষ করা যাচ্ছে। নাটক সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে নটাকটি নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে নাটকের প্রথম প্রমোশনাল ভিডিও ছাড়ার পর সবাই নাটকটি নিয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘উড়ছি তোমার প্রেমে’র টাইটেল গান।
ভ্যালেন্টাইন মানে গানেরও একটি বড় উৎসব। তাই ধারনা করা হচ্ছে এবার ‘উড়ছি তোমার প্রেমে’ নাটকটি গান এবং গল্প দিয়ে রাঙিয়ে দিবে উৎসব। নাটকটির গল্প নিয়ে নির্মাতা এবং অভিনয়শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আপাতত এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে পরিচালক জাকারিয়া সৌখিন জানিয়েছেন, পুরোপুরি রোমান্টিক স্বাদের গল্প এটি। সাথে রয়েছে মুগ্ধতা এবং বিরহের আমেজ। তিনি বলেন, ‘আমি খুবই টেনশনে আছি। কারণ নাটকটি নিয়ে দর্শকের যে পরিমাণ আগ্রহ তাতে আমার ভয়ে হাঁটু কাঁপছে। যতো বেশি আগ্রহ, ততো বেশি চাপ। এ চাপ আমি কিভাবে সামাল দেবো জানি না।’
নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। দর্শকের আগ্রহ থাকলে কাজটি করে শান্তি পাওয়া যায়। আমি আমার ভক্ত এবং দর্শকদের বলতে চাই- আমাকে আপনারা যেমন রোমান্টিক মুডে এবং ফিলে দেখতে চান, এই নাটকটিতে সেভাবেই পাবেন। আশা করি কেউ নিরাশ হবেন না।’
পায়েল বলেন, ‘আমি একেবারেই নবীন একজন অভিনেত্রী। আমার জায়গা থেকে এই নাটকটি অনেক বড় একটা সুযোগ নিজেকে প্রমাণ করার জন্য। অপূর্ব ভাই, সৌখিন ভাইয়ের সহযোগিতায় আমি চেষ্টা করেছি ঠিকঠাক মতো অভিনয় করতে। বাকীটা আল্লাহ ভরসা।’
‘উড়ছি তোমার প্রেমে’ নাটকটিতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ আলী সুজন, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ।
জাকারিয়া সৌখিন নিশ্চিত করলেন, নাটকটি ভ্যালেন্টাইনে সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।
ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
১ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৩ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৪ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১৪ ঘণ্টা আগে