Ajker Patrika

পঞ্চাশ সেকেন্ডের দৃশ্যের জন্য ১৫ কোটি টাকার মামলা

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৭: ৩৫
পঞ্চাশ সেকেন্ডের দৃশ্যের জন্য ১৫ কোটি টাকার মামলা

নাট্যনির্মাতা অনন্য ইমনের বিরুদ্ধে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে উচ্চ আদালতে মামলা করেছে সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ‘বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট’। ভালোবাসা দিবস উপলক্ষে প্রচারিত টিভি নাটক ‘শেষ গল্পটা তুমিই’র একটি দৃশ্যের জন্য মামলাটি করা হয়। সুকন্যা দত্তের রচনা ও অনন্য ইমনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, মিলি মুন্সি প্রমুখ। এ বছর ২৪ মার্চ থেকে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নাটকটি।

নাটকটির ৫০ সেকেন্ডের একটি দৃশ্যে খাঁচায় বন্দী টিয়া পাখি দেখানো হয়। এতেই নির্মাতা অনন্য ইমনের বিরুদ্ধে ‘বন্য প্রাণী আইন ২০১২’-এর ৩৮(২), ৪১ এবং ৪৬ ধারা লঙ্ঘনের অভিযোগ এনেছে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। বন্য প্রাণী লালন–পালন প্রচারণার মাধ্যমে পরিবেশের আনুমানিক ক্ষতি ১০ কোটি টাকা, জুনোটিক ডিজিজজনিত (একটি সংক্রামক রোগ, যা প্রাণী থেকে মানুষ বা প্রাণীতে সংক্রমিত হয়) ক্ষতি ধরা হয়েছে ৫ কোটি টাকা।

পরিচালক অনন্য ইমনপরিচালক অনন্য ইমন বলেন, ‘বন্য প্রাণী আইন সম্পর্কে পুরোপুরি জানতাম না। অনিচ্ছাকৃতভাবে ভুলটি হয়েছে। এ জন্য আমি লজ্জিত ও দুঃখিত। নাটকের চিত্রনাট্যে এমন কোনো দৃশ্যও ছিল না। যে বাড়িতে শুটিং করেছি, সেখানেই ছিল টিয়া পাখিটি। দৃশ্যায়নের সময় মনে হলো নায়ক কোনো একটা কাজ করতে করতে মা-বোনের সঙ্গে কথা বললে দৃশ্যটা বেশি বিশ্বাসযোগ্য হবে। তাই পাখিটিকে ব্যবহার করা হয়েছে। এটা নিয়ে আইনি ঝামেলায় পড়ে যাব, মাথাতেই আসেনি।’

পরিচালক ইমন বলেন, ‘নাটকটির বাজেট সাড়ে পাঁচ লাখ টাকা। এই অল্প টাকা লগ্নি করার পর এমন বড় একটা জরিমানা হলে প্রযোজকসহ সবাই বিপদে পড়ে যাব। গত ২৬ জুন আদালতে হাজির হওয়ার কথা থাকলেও যেতে পারিনি। এরপর আমি আইনজীবী নিয়োগ করে ২১ জুলাই আদালতে যাই, বিচারক আমাকে ১ আগস্ট হাজির থাকতে বলেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত