উড়োজাহাজে মাতলামি, টিকটকার মা-মেয়ে আটক
উড়োজাহাজটি কানাডায় জরুরি অবতরণ করে। অবতরণের পর পুলিশ মা ও মেয়েকে আটক করে নিয়ে যায়। তখন ফ্লাইটে থাকা যাত্রীরা করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, মা বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে উচ্চস্বরে তর্ক করছেন, আর মেয়ে যাত্রীদের উদ্দেশে ‘বিদায়’ বলে হাত নাড়িয়ে হাসছেন।