আজকের পত্রিকা ডেস্ক
উড়োজাহাজে অতিরিক্ত মদ্যপান করে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন টিকটকে জনপ্রিয় মা-মেয়ে জুটি। তাঁদের আচরণ এতটাই অসহনীয় ছিল যে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। তাঁদের আটক করা হয়েছে। টিইউআই এয়ারলাইনসের একটি উড়োজাহাজে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী অ্যাট দ্য রেট অ্যাঞ্জেল ট্রিপল সেভেন নাইন এইট সেভেন (@angel 777987) নামের একটি টিকটক অ্যাকাউন্ট চালান তাঁরা। ভ্রমণের শুরু থেকেই দুজনে খুবই ফুর্তির মেজাজে ছিলেন। উড়োজাহাজ উড্ডয়নের পরপরই অতিমাত্রায় মদ্যপান শুরু করেন বলে অভিযোগ অন্য যাত্রীদের। তাঁরা বলছেন, মদ্যপ অবস্থায় ফ্লাইটের যাত্রীদের গালাগাল শুরু করেন মা-মেয়ে। কেবিন ক্রুদের সঙ্গেও অশোভনীয় আচরণ করতে শুরু করেন। একপর্যায়ে উড়োজাহাজ থেকে নেমে যেতে চান বলে চিৎকার শুরু করেন মেয়েটি।
পরে বাধ্য হয়ে উড়োজাহাজটি কানাডায় জরুরি অবতরণ করে। অবতরণের পর পুলিশ মা ও মেয়েকে আটক করে নিয়ে যায়। তখন ফ্লাইটে থাকা যাত্রীরা করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, মা বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে উচ্চস্বরে তর্ক করছেন, আর মেয়ে যাত্রীদের উদ্দেশে ‘বিদায়’ বলে হাত নাড়িয়ে হাসছেন।
উল্লেখ্য, উড়োজাহাজটি যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ছেড়ে যাচ্ছিল। গন্তব্য ছিল জ্যামাইকা। ঘটনার জেরে ফ্লাইটটিকে নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পর জ্যামাইকায় পৌঁছাতে হয়।
ফ্লাইটে থাকা এক যাত্রী ম্যান্ডি, ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইনকে বলেন, ‘বিমানকর্মীরা বারবার তাঁদের শান্ত হতে বলেন, কিন্তু মেয়েটি আসনে বসতেই রাজি হচ্ছিল না। শেষে তাকে পেছনের সারিতে নিয়ে গিয়ে সিটবেল্ট বেঁধে বসিয়ে রাখতে হয়। পরে হাতকড়াও পরানো হয়।’
উল্লেখ্য, বিমানে উচ্ছৃঙ্খল আচরণ শুরুর ঠিক আগেই টিকটক অ্যাকাউন্টটি থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ওই ভিডিওতে মা-মেয়েকে ম্যানচেস্টার বিমানবন্দরে মদ্যপান করতে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, ‘ম্যানি এয়ারপোর্টে আমি আর মা—স্বর্গে যাচ্ছি।’
এই ঘটনার পর ওই টিকটক অ্যাকাউন্টটি বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও টিইউআই সাড়া দেয়নি। বিমানে নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং অন্য যাত্রীদের ভোগান্তির ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উড়োজাহাজে অতিরিক্ত মদ্যপান করে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন টিকটকে জনপ্রিয় মা-মেয়ে জুটি। তাঁদের আচরণ এতটাই অসহনীয় ছিল যে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। তাঁদের আটক করা হয়েছে। টিইউআই এয়ারলাইনসের একটি উড়োজাহাজে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী অ্যাট দ্য রেট অ্যাঞ্জেল ট্রিপল সেভেন নাইন এইট সেভেন (@angel 777987) নামের একটি টিকটক অ্যাকাউন্ট চালান তাঁরা। ভ্রমণের শুরু থেকেই দুজনে খুবই ফুর্তির মেজাজে ছিলেন। উড়োজাহাজ উড্ডয়নের পরপরই অতিমাত্রায় মদ্যপান শুরু করেন বলে অভিযোগ অন্য যাত্রীদের। তাঁরা বলছেন, মদ্যপ অবস্থায় ফ্লাইটের যাত্রীদের গালাগাল শুরু করেন মা-মেয়ে। কেবিন ক্রুদের সঙ্গেও অশোভনীয় আচরণ করতে শুরু করেন। একপর্যায়ে উড়োজাহাজ থেকে নেমে যেতে চান বলে চিৎকার শুরু করেন মেয়েটি।
পরে বাধ্য হয়ে উড়োজাহাজটি কানাডায় জরুরি অবতরণ করে। অবতরণের পর পুলিশ মা ও মেয়েকে আটক করে নিয়ে যায়। তখন ফ্লাইটে থাকা যাত্রীরা করতালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, মা বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে উচ্চস্বরে তর্ক করছেন, আর মেয়ে যাত্রীদের উদ্দেশে ‘বিদায়’ বলে হাত নাড়িয়ে হাসছেন।
উল্লেখ্য, উড়োজাহাজটি যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ছেড়ে যাচ্ছিল। গন্তব্য ছিল জ্যামাইকা। ঘটনার জেরে ফ্লাইটটিকে নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পর জ্যামাইকায় পৌঁছাতে হয়।
ফ্লাইটে থাকা এক যাত্রী ম্যান্ডি, ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইনকে বলেন, ‘বিমানকর্মীরা বারবার তাঁদের শান্ত হতে বলেন, কিন্তু মেয়েটি আসনে বসতেই রাজি হচ্ছিল না। শেষে তাকে পেছনের সারিতে নিয়ে গিয়ে সিটবেল্ট বেঁধে বসিয়ে রাখতে হয়। পরে হাতকড়াও পরানো হয়।’
উল্লেখ্য, বিমানে উচ্ছৃঙ্খল আচরণ শুরুর ঠিক আগেই টিকটক অ্যাকাউন্টটি থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ওই ভিডিওতে মা-মেয়েকে ম্যানচেস্টার বিমানবন্দরে মদ্যপান করতে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, ‘ম্যানি এয়ারপোর্টে আমি আর মা—স্বর্গে যাচ্ছি।’
এই ঘটনার পর ওই টিকটক অ্যাকাউন্টটি বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও টিইউআই সাড়া দেয়নি। বিমানে নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং অন্য যাত্রীদের ভোগান্তির ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর লাতিন আমেরিকা অঞ্চলের কমান্ডের নেতৃত্বে থাকা অ্যাডমিরাল এলভিন হোলসি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি চলতি বছরের শেষেই পদত্যাগ করবেন। তাঁর চাকরির জন্য নির্ধারিত বয়সসীমার দুই বছর আগেই পদ ছাড়ছেন তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ মিনিট আগেফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজা থেকে জিম্মিদের মরদেহ ফেরাতে সময় লাগতে পারে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়া এসব মরদেহ খুঁজে বের করা কঠিন। এদিকে, ইসরায়েল জানিয়েছে—তারা মধ্যস্থতাকারীদের কাছে জিম্মিদের মরদেহের অবস্থানের ব্যাপারে গোয়েন্দা তথ্য দিয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, তাঁর ও পুতিনের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ টেলিফোন আলাপের...
৩ ঘণ্টা আগেফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, আরব দেশগুলো ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় তাঁর সরকার গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য তিন ধাপের একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। পাঁচ বছর মেয়াদি এই পরিকল্পনার মোট ব্যয় ধরা হয়েছে ৬৭ বিলিয়ন ডলার।
৪ ঘণ্টা আগে