অনলাইন ডেস্ক
সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করেছে ১১ বছর বয়সী ইন্দোনেশিয়ান এক শিশু। ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে চলন্ত নৌকার গলুইয়ের ওপর দাঁড়িয়ে তার নাচের ভিডিও। রায়ান আর্কান ডিকা ওরফে ডিকার বিশেষ ভঙ্গিমার ওই নাচের ভিডিও অনলাইনে শুরু করেছে নতুন অনলাইন ট্রেন্ড ‘অরা ফার্মিং’।
ভিডিওতে দেখা যায়, ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নৌকাবাইচে অংশ নিচ্ছেন ডিকা। এটি রিয়াউ প্রদেশের শত বছরের পুরোনো এক উৎসব, যেখানে প্রতিটি নৌকায় একজন নৃত্যশিল্পী থাকেন, যাকে বলা হয় ‘তুকাং তারি’। এই ব্যক্তি মূলত নাচ করে নৌকার মাঝিদের উজ্জীবিত করেন। ডিকা মাত্র ৯ বছর বয়স থেকে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী এই নৌকাবাইচকে স্থানীয়ভাবে পাচু জালুর নামে পরিচিত। ‘পাচু’ শব্দের অর্থ দৌড় এবং ‘জালুর’ অর্থ দীর্ঘ ও সরু কাঠের নৌকা। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি নৌকা সাধারণত ২০ থেকে ৪০ মিটার লম্বা হয়ে থাকে এবং একেকটি নৌকায় প্রায় ৫০ জন পর্যন্ত মাঝি থাকে।
আর এই নৌকাবাইচের বিশেষত্বই হলো তুকাং তারি বা নৃত্যশিল্পী। তুকাং তারির এই নাচকে স্থানীয়ভাবে সম্মানের চোখে দেখা হয় এবং এটি পুরো প্রতিযোগিতায় একটি আবেগঘন অনুষঙ্গ। পাচু জালুর শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি রিয়াউয়ের মানুষের পরিচয়, ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ। এটি প্রতিবছর আগস্ট মাসে একটি উৎসবের অংশ হিসেবে আয়োজিত হয় এবং হাজার হাজার মানুষ এতে অংশ নেয় বা উপভোগ করতে আসে। স্থানীয় জনগণ ছাড়াও এটি বিদেশি পর্যটকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে।
এই প্রতিযোগিতার মাধ্যমেই এখন ভাইরাল হয়েছে ১১ বছরের ডিকা, যিনি একজন তুকাং তারি হিসেবেই নাচ করে দুনিয়াজুড়ে পরিচিতি পেয়েছেন।
জানুয়ারিতে ‘লেনসা রামস’ নামের এক ব্যবহারকারী প্রথম ভিডিওটি টিকটকে পোস্ট করেছিলেন। তবে সম্প্রতি হঠাৎ করে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। কারণ, ডিকার নাচ সহজ এবং সুন্দর। অনেকেই সেটি অনুকরণ করে নিজেদের মতো করে উপস্থাপন করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ‘অরা ফার্মিং’ শব্দটি ছড়িয়ে পড়েছে। এর মানে হলো কেউ বারবার একই রকম কৌশল বা স্টাইল ব্যবহার করে নিজের উপস্থিতিকে আকর্ষণীয়, স্টাইলিশ বা প্রভাবশালী করে তোলে, যেন তার চারপাশে একধরনের ‘অরা’ বা ক্যারিশমা তৈরি হয়। ডিকার শান্ত ভঙ্গি, বারবার হাত ও পা নাড়িয়ে সামনের দিকে দোলানো, এবং সেই মুহূর্তে তাঁর আত্মবিশ্বাস—এই ট্রেন্ডের এক নিখুঁত উদাহরণ।
এই জনপ্রিয়তা এখন শুধুই ইন্দোনেশিয়ায় সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের অনেক তারকাও ডিকার নাচ অনুকরণ করেছেন। এনএফএল তারকা ট্রাভিস কেলসি, ডিকার সঙ্গে নিজের নাচের তুলনা করে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেটি ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ দেখেছে। এমনকি মার্কিন ফুটবল দলের খেলোয়াড় দিয়েগো লুনা সম্প্রতি একটি ম্যাচে গোল করার পর ডিকার নাচ অনুকরণ করে উদ্যাপন করেন। এ ছাড়া, জনপ্রিয় বেসবল দলের একটি অংশীদার দল ‘পার্টি অ্যানিম্যালস’ও মাঠে এই নাচটি পরিবেশন করেছে। সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে সেটিও।
ডিকার এমন বৈশ্বিক পরিচিতি এবং স্থানীয় ঐতিহ্য তুলে ধরার জন্য সম্প্রতি রিয়াউ প্রদেশের সরকার তাঁকে ‘পর্যটন দূত’ হিসেবে ঘোষণা করেছে। গভর্নর আবদুল ওয়াহিদ আনুষ্ঠানিকভাবে ডিকাকে ২০ মিলিয়ন রুপিয়াহ (প্রায় ১২০০ মার্কিন ডলার) শিক্ষাবৃত্তি দিয়েছেন। এই অনুষ্ঠানে গভর্নর এবং সরকারি কর্মকর্তাদের সামনে নিজের জনপ্রিয় নাচ পরিবেশন করেন ডিকা। পুরস্কার পেয়ে ডিকা বলেন, ‘আমি খুব খুশি। কখনো ভাবিনি যে আমি গভর্নরের সঙ্গে দেখা করতে পারব।’
আগামী মাসেই আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পাচু জালুর’ প্রতিযোগিতা। এবারও অংশ নেবেন ডিকা।
তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস
সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করেছে ১১ বছর বয়সী ইন্দোনেশিয়ান এক শিশু। ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে চলন্ত নৌকার গলুইয়ের ওপর দাঁড়িয়ে তার নাচের ভিডিও। রায়ান আর্কান ডিকা ওরফে ডিকার বিশেষ ভঙ্গিমার ওই নাচের ভিডিও অনলাইনে শুরু করেছে নতুন অনলাইন ট্রেন্ড ‘অরা ফার্মিং’।
ভিডিওতে দেখা যায়, ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নৌকাবাইচে অংশ নিচ্ছেন ডিকা। এটি রিয়াউ প্রদেশের শত বছরের পুরোনো এক উৎসব, যেখানে প্রতিটি নৌকায় একজন নৃত্যশিল্পী থাকেন, যাকে বলা হয় ‘তুকাং তারি’। এই ব্যক্তি মূলত নাচ করে নৌকার মাঝিদের উজ্জীবিত করেন। ডিকা মাত্র ৯ বছর বয়স থেকে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী এই নৌকাবাইচকে স্থানীয়ভাবে পাচু জালুর নামে পরিচিত। ‘পাচু’ শব্দের অর্থ দৌড় এবং ‘জালুর’ অর্থ দীর্ঘ ও সরু কাঠের নৌকা। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি নৌকা সাধারণত ২০ থেকে ৪০ মিটার লম্বা হয়ে থাকে এবং একেকটি নৌকায় প্রায় ৫০ জন পর্যন্ত মাঝি থাকে।
আর এই নৌকাবাইচের বিশেষত্বই হলো তুকাং তারি বা নৃত্যশিল্পী। তুকাং তারির এই নাচকে স্থানীয়ভাবে সম্মানের চোখে দেখা হয় এবং এটি পুরো প্রতিযোগিতায় একটি আবেগঘন অনুষঙ্গ। পাচু জালুর শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি রিয়াউয়ের মানুষের পরিচয়, ঐতিহ্য ও সংস্কৃতির বহিঃপ্রকাশ। এটি প্রতিবছর আগস্ট মাসে একটি উৎসবের অংশ হিসেবে আয়োজিত হয় এবং হাজার হাজার মানুষ এতে অংশ নেয় বা উপভোগ করতে আসে। স্থানীয় জনগণ ছাড়াও এটি বিদেশি পর্যটকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে।
এই প্রতিযোগিতার মাধ্যমেই এখন ভাইরাল হয়েছে ১১ বছরের ডিকা, যিনি একজন তুকাং তারি হিসেবেই নাচ করে দুনিয়াজুড়ে পরিচিতি পেয়েছেন।
জানুয়ারিতে ‘লেনসা রামস’ নামের এক ব্যবহারকারী প্রথম ভিডিওটি টিকটকে পোস্ট করেছিলেন। তবে সম্প্রতি হঠাৎ করে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। কারণ, ডিকার নাচ সহজ এবং সুন্দর। অনেকেই সেটি অনুকরণ করে নিজেদের মতো করে উপস্থাপন করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ‘অরা ফার্মিং’ শব্দটি ছড়িয়ে পড়েছে। এর মানে হলো কেউ বারবার একই রকম কৌশল বা স্টাইল ব্যবহার করে নিজের উপস্থিতিকে আকর্ষণীয়, স্টাইলিশ বা প্রভাবশালী করে তোলে, যেন তার চারপাশে একধরনের ‘অরা’ বা ক্যারিশমা তৈরি হয়। ডিকার শান্ত ভঙ্গি, বারবার হাত ও পা নাড়িয়ে সামনের দিকে দোলানো, এবং সেই মুহূর্তে তাঁর আত্মবিশ্বাস—এই ট্রেন্ডের এক নিখুঁত উদাহরণ।
এই জনপ্রিয়তা এখন শুধুই ইন্দোনেশিয়ায় সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের অনেক তারকাও ডিকার নাচ অনুকরণ করেছেন। এনএফএল তারকা ট্রাভিস কেলসি, ডিকার সঙ্গে নিজের নাচের তুলনা করে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেটি ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ দেখেছে। এমনকি মার্কিন ফুটবল দলের খেলোয়াড় দিয়েগো লুনা সম্প্রতি একটি ম্যাচে গোল করার পর ডিকার নাচ অনুকরণ করে উদ্যাপন করেন। এ ছাড়া, জনপ্রিয় বেসবল দলের একটি অংশীদার দল ‘পার্টি অ্যানিম্যালস’ও মাঠে এই নাচটি পরিবেশন করেছে। সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে সেটিও।
ডিকার এমন বৈশ্বিক পরিচিতি এবং স্থানীয় ঐতিহ্য তুলে ধরার জন্য সম্প্রতি রিয়াউ প্রদেশের সরকার তাঁকে ‘পর্যটন দূত’ হিসেবে ঘোষণা করেছে। গভর্নর আবদুল ওয়াহিদ আনুষ্ঠানিকভাবে ডিকাকে ২০ মিলিয়ন রুপিয়াহ (প্রায় ১২০০ মার্কিন ডলার) শিক্ষাবৃত্তি দিয়েছেন। এই অনুষ্ঠানে গভর্নর এবং সরকারি কর্মকর্তাদের সামনে নিজের জনপ্রিয় নাচ পরিবেশন করেন ডিকা। পুরস্কার পেয়ে ডিকা বলেন, ‘আমি খুব খুশি। কখনো ভাবিনি যে আমি গভর্নরের সঙ্গে দেখা করতে পারব।’
আগামী মাসেই আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পাচু জালুর’ প্রতিযোগিতা। এবারও অংশ নেবেন ডিকা।
তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস
১৯৮০-এর দশকের শেষ দিক থেকে নিয়মিত উড়োজাহাজে যাতায়াত করতেন ব্রুস গ্যাম্বল। গাড়ি বিক্রির একজন পরামর্শদাতা হিসেবে পেশাগত দায়িত্ব পালনের জন্যই আলাবামার বার্মিংহাম থেকে এই যাত্রা শুরু হয়েছিল তাঁর। সুদীর্ঘ এই ভ্রমণ-জীবনে তাঁর পরিচয় গড়ে ওঠে বার্মিংহাম-শাটলসওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের ডেলটা...
৪০ মিনিট আগেগতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, টরন্টোর রাস্তায় রথযাত্রা চলাকালে ডিম ছুড়ে মারেন কয়েকজন। ভারতীয় বংশোদ্ভূত ইনস্টাগ্রাম ব্যবহারকারী সঙ্গনা বাজাজ ভিডিওটি পোস্ট করে দাবি করেন, আশপাশের একটি ভবন থেকে রথযাত্রার ওপর ডিম ছোড়া হয়।
২ ঘণ্টা আগেট্রাম্প হুমকি দিয়েছেন, ‘যদি যুদ্ধবিরতি চুক্তি না হয়, তাহলে আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়ার ওপর ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। এই শুল্ক আরোপের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ (হাউস) বা উচ্চকক্ষের (সিনেট) অনুমতির প্রয়োজন হবে না।’
২ ঘণ্টা আগেদেশের এয়ারলাইনসগুলোকে তাদের বোয়িং-৭৮৭ বহরের ফুয়েল কন্ট্রোল সুইচের লকিং মেকানিজম পরীক্ষা করার নির্দেশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)। নির্দেশনায় আগামী ২১ জুলাইয়ের মধ্যে এই পরীক্ষা শেষ করতে বলা হয়েছে। গত ১২ জুন ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড
৩ ঘণ্টা আগে