আজকের পত্রিকা ডেস্ক
টিকটকের সঙ্গে পাল্লা দিতেই ছোট দৈর্ঘ্যের ভিডিও (রিল) আপলোডের সুবিধা চালু করে ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে নিজের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি হাজারো মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। আজকের তরুণ প্রজন্ম থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা কিংবা ছোট ব্যবসায়ীদের জন্যও একটি গুরুত্বপূর্ণ ফিচার এটি। এখনো ইনস্টাগ্রামে রিল তৈরির পদ্ধতি জানেন না অনেকেই।
তবে রিল তৈরি করা খুবই সহজ। কিছু সহজ ধাপ অনুসরণ করলেই খুব সহজেই আকর্ষণীয় রিল তৈরি করা যাবে। বর্তমানে ৩ মিনিটের দৈর্ঘ্যের রিল ইনস্টাগ্রামে পোস্ট করা যায়।
ইনস্টাগ্রাম রিল তৈরি করবেন যেভাবে
১. প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. নিচের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এবার নিচের দিকে রিল অপশনে ট্যাপ করুন। এর ফলে ইনস্টাগ্রামের ক্যামেরা ও ফোনের গ্যালারি একই সঙ্গে দেখা যাবে।
এই পেজ থেকে কয়েকটি উপায়ে রিল তৈরি করতে পারেন—ইনস্টাগ্রামের ক্যামেরা ব্যবহার করে নতুন ভিডিও ধারণ করে, ফোনের গ্যালারিতে থাকা ভিডিও নির্বাচন করে।
৪. আপনি যদি ইনস্টাগ্রামে সরাসরি ভিডিও রেকর্ড করতে চান, তাহলে বাম পাশের ওপরের দিকে থাকা ‘ক্যামেরা’ বাটনে ট্যাপ করুন ও ভিডিও রেকর্ড করুন।
৫. যদি গ্যালারি থেকে ভিডিও আপলোড করতে চান, তাহলে গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ভিডিও নির্বাচন করুন।
৬. এখন রিলটি পছন্দমতো এডিট করুন। চাইলে বিভিন্ন অপশন থেকে ফিল্টার দিতে পারবেন। ভয়েস, টেক্সট ও স্টিকারও যোগ করতে পারবেন। সেই সঙ্গে ভিডিও দৈর্ঘ্য কমাতে বা বাড়াতে পারবেন।
৭. রিলসটি পছন্দমতো এডিট শেষ হলে বাম পাশের নিচের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৮. এখন রিলের জন্য পছন্দমতো ক্যাপশন ও হ্যাশট্যাগ যুক্ত করুন। সেই সঙ্গে রিলে কাউকে ট্যাগ করতে চাইলে তা এখনই করে ফেলুন। এভাবেই রিলটি তৈরি হয়ে যাবে।
টিকটকের সঙ্গে পাল্লা দিতেই ছোট দৈর্ঘ্যের ভিডিও (রিল) আপলোডের সুবিধা চালু করে ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে নিজের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি হাজারো মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। আজকের তরুণ প্রজন্ম থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা কিংবা ছোট ব্যবসায়ীদের জন্যও একটি গুরুত্বপূর্ণ ফিচার এটি। এখনো ইনস্টাগ্রামে রিল তৈরির পদ্ধতি জানেন না অনেকেই।
তবে রিল তৈরি করা খুবই সহজ। কিছু সহজ ধাপ অনুসরণ করলেই খুব সহজেই আকর্ষণীয় রিল তৈরি করা যাবে। বর্তমানে ৩ মিনিটের দৈর্ঘ্যের রিল ইনস্টাগ্রামে পোস্ট করা যায়।
ইনস্টাগ্রাম রিল তৈরি করবেন যেভাবে
১. প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. নিচের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. এবার নিচের দিকে রিল অপশনে ট্যাপ করুন। এর ফলে ইনস্টাগ্রামের ক্যামেরা ও ফোনের গ্যালারি একই সঙ্গে দেখা যাবে।
এই পেজ থেকে কয়েকটি উপায়ে রিল তৈরি করতে পারেন—ইনস্টাগ্রামের ক্যামেরা ব্যবহার করে নতুন ভিডিও ধারণ করে, ফোনের গ্যালারিতে থাকা ভিডিও নির্বাচন করে।
৪. আপনি যদি ইনস্টাগ্রামে সরাসরি ভিডিও রেকর্ড করতে চান, তাহলে বাম পাশের ওপরের দিকে থাকা ‘ক্যামেরা’ বাটনে ট্যাপ করুন ও ভিডিও রেকর্ড করুন।
৫. যদি গ্যালারি থেকে ভিডিও আপলোড করতে চান, তাহলে গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ভিডিও নির্বাচন করুন।
৬. এখন রিলটি পছন্দমতো এডিট করুন। চাইলে বিভিন্ন অপশন থেকে ফিল্টার দিতে পারবেন। ভয়েস, টেক্সট ও স্টিকারও যোগ করতে পারবেন। সেই সঙ্গে ভিডিও দৈর্ঘ্য কমাতে বা বাড়াতে পারবেন।
৭. রিলসটি পছন্দমতো এডিট শেষ হলে বাম পাশের নিচের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৮. এখন রিলের জন্য পছন্দমতো ক্যাপশন ও হ্যাশট্যাগ যুক্ত করুন। সেই সঙ্গে রিলে কাউকে ট্যাগ করতে চাইলে তা এখনই করে ফেলুন। এভাবেই রিলটি তৈরি হয়ে যাবে।
অনুরোধে ঢেঁকি গেলাকে বাঙালি অনেক সময় ‘ভদ্রতা’ বলে মনে করে। ‘না’ বললে কেমন শোনায় বা যার কথায় ‘না’ বলা হবে, সেই ব্যক্তি কী ভাববে; মনে কষ্ট পাবে কি না—এসব ভেবে নিজের অপছন্দের কাজটিও অনেকে করে বসেন। আরেকটু খোলাসা করে বলি? ধরুন, কোনো সহকর্মী আপনাকে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
১ ঘণ্টা আগেবিশ্বের ১৭২টি দেশে খাদ্য গ্রহণের মাত্রা অনুসরণ করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এটি একটি বিশেষ ভোগ সূচক। এই সূচক অনুযায়ী নির্দিষ্ট হয়েছে বিশ্বে বেশি খাদ্য গ্রহণকারী দেশ কোনটি। অর্থাৎ কোন দেশের মানুষ বেশি খাচ্ছে বা খাবার পাচ্ছে। অবাক হওয়ার কিছু নেই যে তালিকার শীর্ষে রয়েছে...
৪ ঘণ্টা আগেছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
১৮ ঘণ্টা আগে