আজকের পত্রিকা ডেস্ক
কোনো ধরনের প্রস্তুতি ছাড়া একপ্রকার দুর্ঘটনার শিকার হয়েই ৮ হাজার মিটার ওপরে উঠে গিয়েও জীবিত ফিরে এসেছেন চীনের প্যারাগ্লাইডার পেং ইউজিয়াং। প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেনের স্বল্পতা ও বিপজ্জনক উচ্চতায় উঠে যাওয়ার পরও তিনি শেষমেশ নিরাপদে ভূমিতে নামতে সক্ষম হন। তবে অনুমতি ছাড়া এই ফ্লাইট পরিচালনার দায়ে তাঁকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
চীনের গানসু প্রদেশের ছিলিয়ান পর্বতমালায় প্রায় ৩ হাজার মিটার উচ্চতা থেকে পেং ইউজিয়াং যাত্রা শুরু করেছিলেন। উদ্দেশ্য ছিল একটি নতুন কেনা সেকেন্ড হ্যান্ড প্যারাগ্লাইডিং সরঞ্জাম পরীক্ষা করা—ফ্লাইট দেওয়ার কোনো পরিকল্পনা তাঁর ছিল না। কিন্তু যাত্রা শুরুর প্রায় ২০ মিনিট পর তিনি একটি প্রচণ্ড ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহে (আপড্রাফট) আটকা পড়ে আরও ৫ হাজার মিটার ওপরে উঠে যান। এতে তাঁর মোট উচ্চতা দাঁড়ায় প্রায় ৮ হাজার মিটার, যা নিয়মিত বিমান চলাচলের উচ্চতা এবং এভারেস্টের চূড়ার উচ্চতার কাছাকাছি।
পেংয়ের হেলমেটে লাগানো ক্যামেরার ভিডিওতে দেখা যায়, তিনি মেঘের ওপরে অবস্থান করছেন এবং তাঁর দেহ বরফে ঢাকা পড়ে যাচ্ছে। ধারণা করা হয়, সে সময় তাপমাত্রা ছিল মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পরে ভূমিতে নিরাপদে অবতরণ করে এক ভিডিওতে তিনি বলেন, ‘আমার হাত জমে গিয়েছিল। আমি বারবার রেডিওতে কথা বলার চেষ্টা করছিলাম।’
স্থানীয় ক্রীড়া কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘দুর্ঘটনা’ হিসেবে বিবেচনা করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, একজন সাধারণ মানুষ অক্সিজেন ছাড়া ৮ হাজার মিটারে টিকে থাকতে পারে না। এটি স্বেচ্ছায় করা সম্ভব নয়। তবে পেং একজন অভিজ্ঞ প্যারাগ্লাইডার। তাঁর প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা দীর্ঘ পাঁচ বছরের। তাই, অভিজ্ঞতা কাজে খাঁটিয়ে টিকে ছিলেন পেং। কিন্তু যেহেতু পেং ফ্লাইটের কোনো পরিকল্পনা জমা দেননি এবং অনুমতি ছাড়াই যন্ত্র পরীক্ষা করছিলেন, তাই তাঁর এই উড্ডয়ন ‘প্রাসঙ্গিক অনুমোদনের আওতায়’ ছিল না।
তদন্তে আরও বলা হয়, পেং প্রায় এক ঘণ্টা আকাশে ছিলেন এবং নিচে থাকা তাঁর বন্ধু গু ঝিমিনের সঙ্গে রেডিও যোগাযোগ রাখছিলেন। তিনি নিচে নামার চেষ্টা করেছিলেন, কিন্তু উচ্চতা কমাতে ব্যর্থ হন এবং প্রচণ্ড ঠান্ডা ও দুশ্চিন্তায় একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। শেষমেশ তিনি যাত্রা শুরুর স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবতরণ করতে সক্ষম হন।
পরে গু ঝিমিন এই অবিশ্বাস্য অভিজ্ঞতার ভিডিও এবং ভূমিতে নামার পর পেংয়ের কিছু মন্তব্য ডৌইনে (চীনা টিকটক হিসেবে পরিচিত) পোস্ট করেন। স্বাভাবিকভাবেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ওই ভিডিও। তাঁর এই কীর্তি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে নেট জগতের বাসিন্দাদের। ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন পেং। তবে, অনুমতি না নিয়ে এমন বিপজ্জনক উড্ডয়ন করায় কর্তৃপক্ষের নিন্দার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, `গু ঝিমিন অনুমতি ছাড়া ভিডিও পোস্ট করেছেন, যার নেতিবাচক প্রভাব পড়েছে।’ তাকেও ছয় মাসের জন্য প্যারাগ্লাইডিং নিষিদ্ধ করা হয়েছে এবং তাঁকে আত্মসমালোচনামূলক একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অনেকে বলছেন, পেংয়ের আগে কেউ অক্সিজেন ছাড়া এত ওপরে উঠতে পারেনি। ফলে, পেং একটি বিশ্ব রেকর্ড করেছেন। তবে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে—এই ফ্লাইট নিবন্ধিত না থাকায় এটি কোনো আনুষ্ঠানিক রেকর্ড হিসেবে গণ্য করা হবে না।
প্রসঙ্গত, ২০০৭ সালে জার্মান প্যারাগ্লাইডার এভা উইস্নিয়ার্সকা অস্ট্রেলিয়ায় অনুরূপ এক ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহে আটকা পড়ে ৯ হাজার ৯৪৬ মিটার উচ্চতায় উঠেছিলেন, যা এখনো পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ প্যারাগ্লাইডিং ফ্লাইটের রেকর্ড হিসেবে স্বীকৃত।
কোনো ধরনের প্রস্তুতি ছাড়া একপ্রকার দুর্ঘটনার শিকার হয়েই ৮ হাজার মিটার ওপরে উঠে গিয়েও জীবিত ফিরে এসেছেন চীনের প্যারাগ্লাইডার পেং ইউজিয়াং। প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেনের স্বল্পতা ও বিপজ্জনক উচ্চতায় উঠে যাওয়ার পরও তিনি শেষমেশ নিরাপদে ভূমিতে নামতে সক্ষম হন। তবে অনুমতি ছাড়া এই ফ্লাইট পরিচালনার দায়ে তাঁকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
চীনের গানসু প্রদেশের ছিলিয়ান পর্বতমালায় প্রায় ৩ হাজার মিটার উচ্চতা থেকে পেং ইউজিয়াং যাত্রা শুরু করেছিলেন। উদ্দেশ্য ছিল একটি নতুন কেনা সেকেন্ড হ্যান্ড প্যারাগ্লাইডিং সরঞ্জাম পরীক্ষা করা—ফ্লাইট দেওয়ার কোনো পরিকল্পনা তাঁর ছিল না। কিন্তু যাত্রা শুরুর প্রায় ২০ মিনিট পর তিনি একটি প্রচণ্ড ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহে (আপড্রাফট) আটকা পড়ে আরও ৫ হাজার মিটার ওপরে উঠে যান। এতে তাঁর মোট উচ্চতা দাঁড়ায় প্রায় ৮ হাজার মিটার, যা নিয়মিত বিমান চলাচলের উচ্চতা এবং এভারেস্টের চূড়ার উচ্চতার কাছাকাছি।
পেংয়ের হেলমেটে লাগানো ক্যামেরার ভিডিওতে দেখা যায়, তিনি মেঘের ওপরে অবস্থান করছেন এবং তাঁর দেহ বরফে ঢাকা পড়ে যাচ্ছে। ধারণা করা হয়, সে সময় তাপমাত্রা ছিল মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পরে ভূমিতে নিরাপদে অবতরণ করে এক ভিডিওতে তিনি বলেন, ‘আমার হাত জমে গিয়েছিল। আমি বারবার রেডিওতে কথা বলার চেষ্টা করছিলাম।’
স্থানীয় ক্রীড়া কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘দুর্ঘটনা’ হিসেবে বিবেচনা করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, একজন সাধারণ মানুষ অক্সিজেন ছাড়া ৮ হাজার মিটারে টিকে থাকতে পারে না। এটি স্বেচ্ছায় করা সম্ভব নয়। তবে পেং একজন অভিজ্ঞ প্যারাগ্লাইডার। তাঁর প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা দীর্ঘ পাঁচ বছরের। তাই, অভিজ্ঞতা কাজে খাঁটিয়ে টিকে ছিলেন পেং। কিন্তু যেহেতু পেং ফ্লাইটের কোনো পরিকল্পনা জমা দেননি এবং অনুমতি ছাড়াই যন্ত্র পরীক্ষা করছিলেন, তাই তাঁর এই উড্ডয়ন ‘প্রাসঙ্গিক অনুমোদনের আওতায়’ ছিল না।
তদন্তে আরও বলা হয়, পেং প্রায় এক ঘণ্টা আকাশে ছিলেন এবং নিচে থাকা তাঁর বন্ধু গু ঝিমিনের সঙ্গে রেডিও যোগাযোগ রাখছিলেন। তিনি নিচে নামার চেষ্টা করেছিলেন, কিন্তু উচ্চতা কমাতে ব্যর্থ হন এবং প্রচণ্ড ঠান্ডা ও দুশ্চিন্তায় একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। শেষমেশ তিনি যাত্রা শুরুর স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবতরণ করতে সক্ষম হন।
পরে গু ঝিমিন এই অবিশ্বাস্য অভিজ্ঞতার ভিডিও এবং ভূমিতে নামার পর পেংয়ের কিছু মন্তব্য ডৌইনে (চীনা টিকটক হিসেবে পরিচিত) পোস্ট করেন। স্বাভাবিকভাবেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ওই ভিডিও। তাঁর এই কীর্তি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে নেট জগতের বাসিন্দাদের। ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন পেং। তবে, অনুমতি না নিয়ে এমন বিপজ্জনক উড্ডয়ন করায় কর্তৃপক্ষের নিন্দার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, `গু ঝিমিন অনুমতি ছাড়া ভিডিও পোস্ট করেছেন, যার নেতিবাচক প্রভাব পড়েছে।’ তাকেও ছয় মাসের জন্য প্যারাগ্লাইডিং নিষিদ্ধ করা হয়েছে এবং তাঁকে আত্মসমালোচনামূলক একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অনেকে বলছেন, পেংয়ের আগে কেউ অক্সিজেন ছাড়া এত ওপরে উঠতে পারেনি। ফলে, পেং একটি বিশ্ব রেকর্ড করেছেন। তবে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে—এই ফ্লাইট নিবন্ধিত না থাকায় এটি কোনো আনুষ্ঠানিক রেকর্ড হিসেবে গণ্য করা হবে না।
প্রসঙ্গত, ২০০৭ সালে জার্মান প্যারাগ্লাইডার এভা উইস্নিয়ার্সকা অস্ট্রেলিয়ায় অনুরূপ এক ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহে আটকা পড়ে ৯ হাজার ৯৪৬ মিটার উচ্চতায় উঠেছিলেন, যা এখনো পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ প্যারাগ্লাইডিং ফ্লাইটের রেকর্ড হিসেবে স্বীকৃত।
গত সপ্তাহে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিরল খনিজ রপ্তানির ওপর নতুন নির্দেশনা জারি করেছে। কিন্তু সেই নথি খোলা যাচ্ছে না মাইক্রোসফট ওয়ার্ড কিংবা অন্য কোনো মার্কিন সফটওয়্যারে। প্রথমবারের মতো মন্ত্রণালয় এমন ফাইল ফরম্যাটে নথি প্রকাশ করেছে, যা কেবলমাত্র চীনের নিজস্ব সফটওয়্যার ‘ডব্লিউপিএস অফিস’—এ খোলা যায়।
২ ঘণ্টা আগেবিহারের বর্তমান সরকার নিয়ে প্রশান্ত কিশোর বলেন, রাজ্যে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির জোট এনডিএ নিশ্চিতভাবে পরাজিত হতে যাচ্ছে। তাঁর ভাষায়, ‘নিতীশ কুমারের নেতৃত্বে জেডি-ইউ (জনতা দল-ইউনাইটেড) ২৫টি আসনও পাবে না। এনডিএর এবার বিদায় নিশ্চিত, নিতীশ কুমার আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না।’
৪ ঘণ্টা আগেসুপরিচিত পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা কৌশলবিদ অ্যাশলে জে. টেলিসকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। গোপনীয় জাতীয় প্রতিরক্ষা তথ্য বেআইনিভাবে নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নির কার্যালয় সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগেগাজায় চলমান যুদ্ধবিরতি ও মানবিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। হামাস রেডক্রসের হাতে আরও চারজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। ফলে মোট মৃত জিম্মির সংখ্যা দাঁড়াল ৮-এ। এদিকে গাজায় ভয়াবহ খাদ্য ও চিকিৎসা সংকটের মধ্যে তুরস্ক ৯০০ টন মানবিক সাহায্যের একটি জাহাজ পাঠিয়েছে।
৪ ঘণ্টা আগে