অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা নিয়ে জটিলতার মধ্যে অ্যাপের সম্ভাব্য ক্রেতা সম্পর্কে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ‘অত্যন্ত ধনী’ একদল মানুষ চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক কিনতে রাজি হয়েছেন। এই সম্ভাব্য চুক্তির মধ্য দিয়ে অ্যাপটির ভবিষ্যৎ নিশ্চিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প বলেন, ‘টিকটকের জন্য আমাদের একজন ক্রেতা রয়েছে। আমি মনে করি, এর জন্য চীনের অনুমোদন প্রয়োজন হবে এবং প্রেসিডেন্ট সি চিন পিং তা দেবেন বলেই মনে করি।’
তবে ক্রেতাদের নাম ও বিস্তারিত পরিচয় তিনি জানাননি, কেবল বলেছেন, দুই সপ্তাহের মধ্যে বিষয়টি জানানো হবে।
এর আগে ১৯ জুন ট্রাম্প একটি নির্বাহী আদেশে টিকটকের কার্যক্রম যুক্তরাষ্ট্রে আরও ৯০ দিন চালু রাখার নির্দেশ দেন, যাতে অ্যাপটির মালিকানা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এটি ছিল তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত।
চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছিল টিকটক। কারণ, আগের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কনট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।
তবে বন্ধের ১২ ঘণ্টা পরেই আবার টিকটকে প্রবেশ করতে পেরেছিলেন মার্কিন নাগরিকেরা।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে টিকটকের মেয়াদ প্রথমে এপ্রিলের শুরুতে বাড়িয়েছিলেন তিনি, এরপর গত মাসে আবারও ১৯ জুন পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দেন।
টিকটকের মালিকানা চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের হাতে। যুক্তরাষ্ট্রে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৭ কোটি। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, টিকটকের মাধ্যমে বিপুল ব্যবহারকারীর তথ্য, বিশেষ করে তাঁদের দেখার অভ্যাস ও ব্যক্তিগত তথ্য চীনা সরকার সংগ্রহ করতে পারে।
এ ছাড়া টিকটকের অ্যালগরিদম নিয়ে উদ্বেগ রয়েছে, যা চীনা কর্তৃপক্ষের হস্তক্ষেপে ব্যবহারকারীদের সামনে ইচ্ছেমতো কনটেন্ট তুলে ধরতে পারে এবং তা শনাক্ত করাও কঠিন হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে টিকটক ইতিমধ্যে মার্কিন সরকারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে।
তথ্যসূত্র: বিবিসিও নিউইয়র্ক পোস্ট
আরও খবর পড়ুন:
যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা নিয়ে জটিলতার মধ্যে অ্যাপের সম্ভাব্য ক্রেতা সম্পর্কে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ‘অত্যন্ত ধনী’ একদল মানুষ চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক কিনতে রাজি হয়েছেন। এই সম্ভাব্য চুক্তির মধ্য দিয়ে অ্যাপটির ভবিষ্যৎ নিশ্চিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প বলেন, ‘টিকটকের জন্য আমাদের একজন ক্রেতা রয়েছে। আমি মনে করি, এর জন্য চীনের অনুমোদন প্রয়োজন হবে এবং প্রেসিডেন্ট সি চিন পিং তা দেবেন বলেই মনে করি।’
তবে ক্রেতাদের নাম ও বিস্তারিত পরিচয় তিনি জানাননি, কেবল বলেছেন, দুই সপ্তাহের মধ্যে বিষয়টি জানানো হবে।
এর আগে ১৯ জুন ট্রাম্প একটি নির্বাহী আদেশে টিকটকের কার্যক্রম যুক্তরাষ্ট্রে আরও ৯০ দিন চালু রাখার নির্দেশ দেন, যাতে অ্যাপটির মালিকানা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এটি ছিল তৃতীয় দফায় সময় বাড়ানোর সিদ্ধান্ত।
চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছিল টিকটক। কারণ, আগের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কনট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।
তবে বন্ধের ১২ ঘণ্টা পরেই আবার টিকটকে প্রবেশ করতে পেরেছিলেন মার্কিন নাগরিকেরা।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রে টিকটকের মেয়াদ প্রথমে এপ্রিলের শুরুতে বাড়িয়েছিলেন তিনি, এরপর গত মাসে আবারও ১৯ জুন পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দেন।
টিকটকের মালিকানা চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের হাতে। যুক্তরাষ্ট্রে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৭ কোটি। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, টিকটকের মাধ্যমে বিপুল ব্যবহারকারীর তথ্য, বিশেষ করে তাঁদের দেখার অভ্যাস ও ব্যক্তিগত তথ্য চীনা সরকার সংগ্রহ করতে পারে।
এ ছাড়া টিকটকের অ্যালগরিদম নিয়ে উদ্বেগ রয়েছে, যা চীনা কর্তৃপক্ষের হস্তক্ষেপে ব্যবহারকারীদের সামনে ইচ্ছেমতো কনটেন্ট তুলে ধরতে পারে এবং তা শনাক্ত করাও কঠিন হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে টিকটক ইতিমধ্যে মার্কিন সরকারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে।
তথ্যসূত্র: বিবিসিও নিউইয়র্ক পোস্ট
আরও খবর পড়ুন:
গরম থেকে রেহাই পেতে আমরা এসির ওপর নির্ভরশীল। পৃথিবীর বেশির ভাগ দেশে এমন পরিস্থিতি। এতে ঘর শীতল হলেও পৃথিবীর বায়ুমণ্ডল দিন দিন আরও উষ্ণ হয়ে উঠছে। তার ওপর বিদ্যুতের ব্যয় তো রয়েছেই। তাই বিশ্বের উন্নত দেশগুলোর বেশির ভাগ বিকল্প পথে হাঁটছে।
৩ মিনিট আগেডিজিটাল লাইফস্টাইলে ঝামেলাহীন অভিজ্ঞতা চাওয়া ব্যবহারকারীদের জন্য রিয়েলমি এনেছে নতুন স্মার্টফোন ‘রিয়েলমি ১৪ ফাইভ-জি’। ডিভাইসটি দিচ্ছে দ্রুতগতির পারফরম্যান্স, ল্যাগ-ফ্রি বা মসৃণ গেমিং এবং ব্লেজিং ফার্স্ট ফাইভ-জি সংযোগ।
১১ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় প্রতিযোগিতা ক্রমাগত বাড়ছে। সম্প্রতি ওপেনএআই থেকে অন্তত আটজন শীর্ষস্থানীয় বিজ্ঞানী একযোগে বিদায় নিয়ে মেটায় যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন লুকাস বেয়ার, আলেকজান্ডার কোলেসনিকভ, জিয়াহুয়া ঝাই, ত্রাপিত বানসাল, শেংজিয়া ঝাও, জিয়াহুই ইউ, শুচাও বিঈ ও হংইউ রেন। এ ঘটনার জেরে
১৬ ঘণ্টা আগেচীনা নজরদারি ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান হিকভিশনকে কানাডা থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বলেছে দেশটির সরকার। জাতীয় নিরাপত্তা ঝুঁকি উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কানাডার শিল্পমন্ত্রী মেলানি জলি।
১৯ ঘণ্টা আগে