আজকের পত্রিকা ডেস্ক
চীনের ভিডিও-নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করতে গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন পাস হয়েছে। এই আইনের কারণে চলতি বছর জানুয়ারি থেকে টিকটক বন্ধ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র এক দিনের জন্যই বন্ধ ছিল অ্যাপটি। তবে শিগগিরই সমস্যার সমাধান হতে পারে বলে জানিয়েছে প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকারের শর্ত মেনে টিকটক বিক্রির একটি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। এ চুক্তির আওতায় অ্যাপটির একটি নতুন, আলাদা সংস্করণ বাজারে আসবে।
তবে চূড়ান্ত চুক্তিটি কার্যকর করতে হলে চীনা সরকারের অনুমোদন লাগবে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের চলমান শুল্ক-সংক্রান্ত টানাপোড়েনও এতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দ্য ইনফরমেশন জানায়, বিক্রির এই চুক্তির আওতায় ওরাকলসহ একদল বিনিয়োগকারীর কাছে টিকটক হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স অবশ্য সীমিত অংশীদার হিসেবে রয়ে যাবে, যা যুক্তরাষ্ট্রের নতুন ‘প্রোটেক্টিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভাইজরি কন্ট্রোলড অ্যাপলিকেন্টস অ্যাক্ট’ আইনের শর্ত পূরণ করবে।
এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানায়, ওরাকল যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে, যেখানে সরকারি বিভিন্ন সংস্থাকে ক্লাউড পরিকাঠামো ব্যবহারে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এটি এই ধরনের প্রথম কোনো চুক্তি।
এদিকে টিকটকের কর্মীরা এরই মধ্যে অ্যাপটির নতুন সংস্করণ তৈরিতে ব্যস্ত। অভ্যন্তরীণভাবে বর্তমান অ্যাপকে বলা হয় ‘এম’, আর নতুন অ্যাপটির কোডনেম রাখা হয়েছে ‘এম২ ’। এটি অ্যাপ স্টোরে আসবে আগামী ৫ সেপ্টেম্বর।
উল্লেখ্য, গত মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মতো টিকটক নিষিদ্ধের সময়সীমা আরও বাড়ান, যদিও সেই সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন আছে। বর্তমান সময়সীমা অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পুরোনো টিকটক অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হবে এবং নতুন অ্যাপটি চালু হবে। পুরোনো অ্যাপটি পুরোপুরি বন্ধ হবে মার্চ ২০২৬ সালে।
চীনের ভিডিও-নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করতে গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন পাস হয়েছে। এই আইনের কারণে চলতি বছর জানুয়ারি থেকে টিকটক বন্ধ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র এক দিনের জন্যই বন্ধ ছিল অ্যাপটি। তবে শিগগিরই সমস্যার সমাধান হতে পারে বলে জানিয়েছে প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকারের শর্ত মেনে টিকটক বিক্রির একটি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। এ চুক্তির আওতায় অ্যাপটির একটি নতুন, আলাদা সংস্করণ বাজারে আসবে।
তবে চূড়ান্ত চুক্তিটি কার্যকর করতে হলে চীনা সরকারের অনুমোদন লাগবে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের চলমান শুল্ক-সংক্রান্ত টানাপোড়েনও এতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দ্য ইনফরমেশন জানায়, বিক্রির এই চুক্তির আওতায় ওরাকলসহ একদল বিনিয়োগকারীর কাছে টিকটক হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স অবশ্য সীমিত অংশীদার হিসেবে রয়ে যাবে, যা যুক্তরাষ্ট্রের নতুন ‘প্রোটেক্টিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভাইজরি কন্ট্রোলড অ্যাপলিকেন্টস অ্যাক্ট’ আইনের শর্ত পূরণ করবে।
এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানায়, ওরাকল যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে, যেখানে সরকারি বিভিন্ন সংস্থাকে ক্লাউড পরিকাঠামো ব্যবহারে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এটি এই ধরনের প্রথম কোনো চুক্তি।
এদিকে টিকটকের কর্মীরা এরই মধ্যে অ্যাপটির নতুন সংস্করণ তৈরিতে ব্যস্ত। অভ্যন্তরীণভাবে বর্তমান অ্যাপকে বলা হয় ‘এম’, আর নতুন অ্যাপটির কোডনেম রাখা হয়েছে ‘এম২ ’। এটি অ্যাপ স্টোরে আসবে আগামী ৫ সেপ্টেম্বর।
উল্লেখ্য, গত মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মতো টিকটক নিষিদ্ধের সময়সীমা আরও বাড়ান, যদিও সেই সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন আছে। বর্তমান সময়সীমা অনুযায়ী, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পুরোনো টিকটক অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হবে এবং নতুন অ্যাপটি চালু হবে। পুরোনো অ্যাপটি পুরোপুরি বন্ধ হবে মার্চ ২০২৬ সালে।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
১ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
৩ দিন আগে