হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু
কোম্পানীগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ইছাকলস ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিবপুর গ্রামের মৃত রতন বিশ্বাসের ছেলে ফণিন্দ্র বিশ্বাস ও মৃত গুরু চরণ বিশ্বাসের ছেলে নিরঞ্জন বিশ্বাস।