Ajker Patrika

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

কোম্পানীগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ইছাকলস ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিবপুর গ্রামের মৃত রতন বিশ্বাসের ছেলে ফণিন্দ্র বিশ্বাস (৩০) ও মৃত গুরু চরণ বিশ্বাসের ছেলে  নিরঞ্জন বিশ্বাস (২৫)। 

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, ফণিন্দ্র বিশ্বাস ও নিরঞ্জন বিশ্বাস বুধবার সন্ধ্যায় শিবপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান। অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে পরিবার ও স্বজনরা হাওরে অনেক খোঁজাখুঁজি করে রাত ১টার দিকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে। 

স্থানীয় ইউপি সদস্য রিপন সরকার জানান, সন্ধ্যায় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় তাদের মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। পরে রাত ১টায় পরিবারের লোহজন তাদের উদ্ধার করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন জেলে নিহত হয়েছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত