Ajker Patrika

গজারিয়ার ১০০ জেলে পেলেন খাদ্য

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩: ১০
Thumbnail image

মুন্সিগঞ্জের গজারিয়ায় ১০০ জেলে পরিবারে মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী দেওয়া হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ ও দুধ।

উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

এর আগে গজারিয়ার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবং উপজেলা পরিষদ ভবনের ফটকের সামনে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক। এ ছাড়া গজারিয়া সাব রেজিস্ট্রার কার্যালয়ে ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদির মিয়া, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম বীর প্রতীক, গজারিয়া থানার ওসি রইস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, ভবের চর ইউনিয়ন চেয়ারম্যান সহিদ ইঞ্জিনিয়ার লিটন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত