দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গত সোমবার মধ্যরাত থেকে মাছ শিকারে পদ্মায় নেমেছেন জেলেরা। তবে আশানুরূপ মাছ না পেয়ে হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয় তাঁদের। রুপালি ইলিশের পাশাপাশি নদীতে নানা ধরনের মাছ শিকারে জন্য নামেন তারা। তবে কোনো মাছ তাঁদের জালে আটকা পরছে না বলে জানিয়েছেন জেলেরা।
এ দিকে উপজেলা মৎস্য বিভাগ বলছে, নদীতে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় এমনটি হতে পারে। তা ছাড়া নদীর পানি কোনো কারণে বিষাক্ত হয়ে পড়ে এমনটি হতে পারে।
জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পদ্মা নদীতে জাল ফেলে ইলিশ মাছের পাশাপাশি নদীর কোনো মাছ না পাওয়ায় হতাশ জেলেরা। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলা, উপজেলার আড়তে জেলেরা মাছ বিক্রি করে থাকেন। তবে নদীতে মাছ না পাওয়ায় সেসব জায়গায় এখন আর মাছ দিতে পারছেন না তাঁরা।
উপজেলার ফিলিপনগর, চিলমারী, রামকৃষ্ণপুর ও মরিচা ইউনিয়নের পদ্মার ঘাটে রোববার সকালে গিয়ে দেখা যায়, রাতভর নৌকা নিয়ে নদীতে জাল ফেলে খালি হাতে পাড়ে ফিরছেন জেলেরা। জালে ধরা পড়েছে মাত্র কয়েকটি জাটকা ইলিশ ও নদীর কিছু ছোট মাছ।
এ বিষয়ে মরিচা ইউনিয়নের জেলে আমিরুল জানান, গত কয়েক বছরে পদ্মায় ইলিশের এমন আকাল দেখা যায়নি। এর আগে নিষেধাজ্ঞা শেষে প্রচুর পরিমাণে ইলিশ জালে ধরা পড়েছে। কিন্তু এ কয়দিন ইলিশ তো দূরের কথা নদীর কোনো কিছুর দেখা মিলছে না।
ফিলিপনগর ইউনিয়নের মমিন নামে আরেক জেলে বলেন, এবার আর ইলিশ পাওয়া যাচ্ছে না। অন্য মাছও পাওয়া যাচ্ছে না আগের মতো। এখন খালি হাতে ফিরতে হচ্ছে।
ফিলিপনগর ইউনিয়নের এক মাছ বিক্রেতা আলাউদ্দিন উদ্দিন বলেন, তিনি কয়েক দিন ধরে নদীতে মাছ কিনতে আসেন। তবে পরিমাণ মতো মাছ না থাকায় তিনি মাছ কিনে বাজারে যেতে পারছেন না। এখন এ রকম চলতে থাকলে পরিজন নিয়ে বেঁচে থাকা দায় হয়ে যাবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, সাগর থেকে মা ইলিশ স্রোতে উজানে ডিম ছাড়ার জন্য নদীতে আসে ডিম ছাড়া হয়ে গেলে আবার ফিরে যায়। তা ছাড়া নদীতে মাছের পরি মান কমে গেলেও এমনটি হতে পারে।
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গত সোমবার মধ্যরাত থেকে মাছ শিকারে পদ্মায় নেমেছেন জেলেরা। তবে আশানুরূপ মাছ না পেয়ে হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয় তাঁদের। রুপালি ইলিশের পাশাপাশি নদীতে নানা ধরনের মাছ শিকারে জন্য নামেন তারা। তবে কোনো মাছ তাঁদের জালে আটকা পরছে না বলে জানিয়েছেন জেলেরা।
এ দিকে উপজেলা মৎস্য বিভাগ বলছে, নদীতে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় এমনটি হতে পারে। তা ছাড়া নদীর পানি কোনো কারণে বিষাক্ত হয়ে পড়ে এমনটি হতে পারে।
জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পদ্মা নদীতে জাল ফেলে ইলিশ মাছের পাশাপাশি নদীর কোনো মাছ না পাওয়ায় হতাশ জেলেরা। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলা, উপজেলার আড়তে জেলেরা মাছ বিক্রি করে থাকেন। তবে নদীতে মাছ না পাওয়ায় সেসব জায়গায় এখন আর মাছ দিতে পারছেন না তাঁরা।
উপজেলার ফিলিপনগর, চিলমারী, রামকৃষ্ণপুর ও মরিচা ইউনিয়নের পদ্মার ঘাটে রোববার সকালে গিয়ে দেখা যায়, রাতভর নৌকা নিয়ে নদীতে জাল ফেলে খালি হাতে পাড়ে ফিরছেন জেলেরা। জালে ধরা পড়েছে মাত্র কয়েকটি জাটকা ইলিশ ও নদীর কিছু ছোট মাছ।
এ বিষয়ে মরিচা ইউনিয়নের জেলে আমিরুল জানান, গত কয়েক বছরে পদ্মায় ইলিশের এমন আকাল দেখা যায়নি। এর আগে নিষেধাজ্ঞা শেষে প্রচুর পরিমাণে ইলিশ জালে ধরা পড়েছে। কিন্তু এ কয়দিন ইলিশ তো দূরের কথা নদীর কোনো কিছুর দেখা মিলছে না।
ফিলিপনগর ইউনিয়নের মমিন নামে আরেক জেলে বলেন, এবার আর ইলিশ পাওয়া যাচ্ছে না। অন্য মাছও পাওয়া যাচ্ছে না আগের মতো। এখন খালি হাতে ফিরতে হচ্ছে।
ফিলিপনগর ইউনিয়নের এক মাছ বিক্রেতা আলাউদ্দিন উদ্দিন বলেন, তিনি কয়েক দিন ধরে নদীতে মাছ কিনতে আসেন। তবে পরিমাণ মতো মাছ না থাকায় তিনি মাছ কিনে বাজারে যেতে পারছেন না। এখন এ রকম চলতে থাকলে পরিজন নিয়ে বেঁচে থাকা দায় হয়ে যাবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, সাগর থেকে মা ইলিশ স্রোতে উজানে ডিম ছাড়ার জন্য নদীতে আসে ডিম ছাড়া হয়ে গেলে আবার ফিরে যায়। তা ছাড়া নদীতে মাছের পরি মান কমে গেলেও এমনটি হতে পারে।
আবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
৫ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
৯ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
১৩ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় সড়ক ও নালা সংস্কারসহ বিভিন্ন দাবিতে পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সকালে পৌর কার্যালয়ের সমানে তিন নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ এই বিক্ষোভ করেন। এ সময় বেহাল সড়কের সংস্কার, সুপেয় পানির সংকট নিরসন, নালা ব্যবস্থা ভেঙে সংস্কারের দাবি জানানো হয়।
১৭ মিনিট আগে