যশোরে ফুল উৎসবে দর্শনার্থীদের ভিড়
বাগেরহাট থেকে যশোরে ফুল উৎসবে পরিবার নিয়ে ঘুরতে আসা সেলিম রেজা বলেন, ‘ফুল চাষকে কেন্দ্র করে এ এলাকায় যে পরিবর্তন হয়েছে, তা এখানে না আসলে বুঝতে পারতাম না। এখানে এসে বিভিন্ন ফুলের খেত দেখে ভালো লাগছে।’ একই কথা জানান সাতক্ষীরার কলারোয়া থেকে আসা আবু বকর সিদ্দিকও।