Ajker Patrika

১১৫ জনের ভর্তি বাতিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
১১৫ জনের ভর্তি বাতিল

সন্তানকে সরকারি স্কুলে ভর্তি করানোর জন্য জন্মনিবন্ধনের তথ্য পরিবর্তন করে একাধিক স্কুলে আবেদন করেছিলেন অভিভাবকেরা। লটারিতে যাতে একটিতে নাম না উঠলে অন্যটিতে ওঠে। কিন্তু এ প্রতারণা ধরা পড়ে যায়। একাধিক আবেদন জমা পড়ায় বরিশাল নগরীর পাঁচ সরকারি বিদ্যালয়ের ১১৫ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। তারা সবাই তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা জানিয়েছেন, একই শিক্ষার্থীর ক্ষেত্রে নাম পরিবর্তন করে এবং জন্মনিবন্ধন ডিজিট পাল্টে জালিয়াতি করায় একাধিক আবেদন বাতিল হয়েছে।

ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে বরিশাল জিলা স্কুলে ৫১, বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৫২, শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৪, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৪ এবং সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ৪ জন রয়েছে।

জানা গেছে, গত ১৬ নভেম্বর থেকে সরকারি স্কুলে ভর্তির আবেদন নেওয়া হয়। ১২ ডিসেম্বর ভর্তির লটারির ফলাফল প্রকাশিত হয়। বরিশালে আবেদনের সংখ্যা প্রায় ২০ হাজার।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকায় সরকারি স্কুলে ভর্তি লটারির ড্রয়ের সময় ধরা পড়ে এ জালিয়াতি।

বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম জানান, তাঁর বিদ্যালয়ে ২৪০ জনকে ভর্তির জন্য বাছাই করা হয়েছিল। পরে যাচাই-বাছাইয়ে দেখা গেছে ৫১ শিক্ষার্থী একাধিক আবেদন করেছে। এটা প্রতারণা।

বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রতারণা করে ভর্তি আবেদন করে অভিভাবকেরা অপরাধ করেছেন। এর মাধ্যমে মা-বাবা তাঁদের সন্তানকে শিশু অবস্থায় অপরাধ শিক্ষা দিচ্ছেন। আমরা বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখছি। আপাতত অপেক্ষমাণ তালিকাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত