Ajker Patrika

দুর্নীতির ক্ষেত্রে ডিসি-এসি বিষয় নয়: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতির ক্ষেত্রে ডিসি-এসি বিষয় নয়: দুদক চেয়ারম্যান

জেলা প্রশাসক (ডিসি) বা সহকারী কমিশনার (এসি) যেই হোক, কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানযোগ্য হলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ। আজ বুধবার চলমান জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘জেলা প্রশাসকেরা সরকারের প্রতিনিধি হিসেবে জেলাতে কাজ করেন। তাই জেলাতে কোনো দুর্নীতি হলে তথ্য পাওয়ার অনেক সোর্স তাঁদের আছে। দুর্নীতির তথ্য পেলে তাঁরা যেন বসে না থেকে সঙ্গে সঙ্গে তা জানায় এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পদক্ষেপ নেয়, যাতে দুর্নীতি বন্ধ হয়। জেলা প্রশাসকদের সে অনুরোধ জানিয়েছি।’ এ সময় দুর্নীতি বিষয়ক কোনো তথ্য ‘১০৬’ টেলিফোন নম্বরে কিভাবে করতে হয় সে বিষয়ে ডিসিরা যেন মানুষকে সচেতন করেন সেই অনুরোধও জানিয়েছেন তিনি।

জেলা উপজেলা পর্যায়ে ভূমি অফিস এবং অনেক সময় জেলা প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ভূমি অফিস বা অন্য কোথাও, জেলা পর্যায়ে কোথায় কোথায় দুর্নীতি হয়, সে বিষয়ে নজর রাখতে জেলা প্রশাসকদের বলেছি। ডিজিটালাইজেশনের মাধ্যমে ভূমি অফিসের দুর্নীতি কমানো যাবে।’

মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘দুর্নীতি নির্মূল করার বিষয়ে আমাদের সংবিধানেই বলা আছে। এর প্রেক্ষিতে আইন হয়েছে, কমিশন হয়েছে। দুর্নীতির ক্ষেত্রে সেটা ডিসি কিংবা এসি হোক যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, যদি অনুসন্ধান যোগ্য হয় আমরা তা অনুসন্ধান করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত