কেমনে বাঁধি চুল নিমন্ত্রণে...
হেমন্তের মিষ্টি হাওয়া বইতে শুরু করেছে। বছরের এই শেষভাগেই থাকে নানা উপলক্ষ—পানচিনি, বিয়ে, বউভাত, এটা-সেটা আরও কত-কী! দাওয়াত, বিয়ের অনুষ্ঠান কিংবা কোনো উৎসবের আয়োজনে বাঙালি নারীদের আজ পর্যন্ত প্রথম পছন্দ শাড়ি। সাজের পূর্ণতার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবকিছুই সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে টিপটপ পরিপাটি হওয়া