ফেসবুকে কী দেখলে সাকিবের হাসি পায়
রাজনীতি, ব্যবসা, খেলা, পরিবার—বাংলাদেশে সবই একসঙ্গে সামলাতে হয় সাকিব আল হাসানকে। এত ব্যস্ততায় সামাজিক মাধ্যমে খুব বেশি সময় দেওয়ার সুযোগ হয় না এই অলরাউন্ডারের। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলা আলোচনা-সমালোচনা সেভাবে দেখা হয় না তাঁর। তবে সাকিব জানিয়েছেন, আমেরিকায় থাকলে এসব আলোচনা চোখে পড়ে তাঁর। কারণ, সে