আবারও সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বাঁচলেন গাই হুইটল। সপ্তাহের শুরুতে চিতা বাঘের আক্রমণে মাথায় এবং হাতে গুরুতর আঘাত পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার। বর্তমানে ৫১ বছর বয়সী অলরাউন্ডার সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী হানা স্টুকস হুইটল।
নিজের পোষ্য কুকুর চিকারার কারণে অবশ্য এবার বেঁচে গেছেন হুইটল। গৃহপালিত প্রাণীটি না থাকলে বড় দুর্ঘটনাই ঘটতে পারত তাঁর। মালিককে বাঁচাতে গিয়ে চিতা বাঘের আক্রমণে বেশ কয়েক জায়গায় আহত হয়েছে চিকারাও। পরে বিমানের সহায়তা হুইটলকে দ্রুত হারারের মিল্টন হাসপাতালে ভর্তি করানো হয়। আঘাত প্রাপ্ত স্থানে তাঁর অস্ত্রোপচার করানো হয়েছে।
স্বামীর মাথায় ব্যান্ডেজ এবং রক্তমাখা ছবি সামাজিক মাধ্যমে দিয়ে হুইটলের বিপদমুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন হানা। তিনি ডেইল মেইলকে বলেছেন,‘ সে খুব ভাগ্যবান মানুষ। প্রথমে কুমির আর এবার চিতার। সে ভাগ্যবান যে চিকারা ওর সঙ্গে ছিল। না হলে কী হতো আমরা কেউ জানি না।’জিম্বাবুয়েতে সাফারি ব্যবসা রয়েছে হুইটলের। তুর্গে এবং সেভ নদীর মাঝে অবস্থিত সেই সাফারি ব্যবসার কাজেই সেদিন বেরিয়ে পড়েছিলেন জিম্বাবুয়ের সাবেক ব্যাটার। কিন্তু হঠাৎ করেই জঙ্গলে চিতা বাঘের আক্রমণে পড়েন তিনি। এর আগে ২০১৩ সালেও প্রাণে বেঁচে যান হুইটল। ১১ বছর আগে এক কুমির তাঁর বিছানার নিচে সারা রাত ছিল। সকাল বেলা ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি।
১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ৪৬ টেস্ট এবং ১৪৭ ওয়ানডে খেলেছেন হুইটল। টেস্টের ২২০৭ রানের বিপরীতে ২৭০৫ রান করেছেন ওয়ানডেতে। তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ অপরাজিত ২০৩ রানের ইনিংসটি ক্রিকেটের আদি সংস্করণে। বল হাতে টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৫১টি। আর স্লো মিডিয়াম পেসে ওয়ানডেতে পেয়েছেন ৮৮ উইকেট।
আবারও সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বাঁচলেন গাই হুইটল। সপ্তাহের শুরুতে চিতা বাঘের আক্রমণে মাথায় এবং হাতে গুরুতর আঘাত পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার। বর্তমানে ৫১ বছর বয়সী অলরাউন্ডার সুস্থ আছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী হানা স্টুকস হুইটল।
নিজের পোষ্য কুকুর চিকারার কারণে অবশ্য এবার বেঁচে গেছেন হুইটল। গৃহপালিত প্রাণীটি না থাকলে বড় দুর্ঘটনাই ঘটতে পারত তাঁর। মালিককে বাঁচাতে গিয়ে চিতা বাঘের আক্রমণে বেশ কয়েক জায়গায় আহত হয়েছে চিকারাও। পরে বিমানের সহায়তা হুইটলকে দ্রুত হারারের মিল্টন হাসপাতালে ভর্তি করানো হয়। আঘাত প্রাপ্ত স্থানে তাঁর অস্ত্রোপচার করানো হয়েছে।
স্বামীর মাথায় ব্যান্ডেজ এবং রক্তমাখা ছবি সামাজিক মাধ্যমে দিয়ে হুইটলের বিপদমুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন হানা। তিনি ডেইল মেইলকে বলেছেন,‘ সে খুব ভাগ্যবান মানুষ। প্রথমে কুমির আর এবার চিতার। সে ভাগ্যবান যে চিকারা ওর সঙ্গে ছিল। না হলে কী হতো আমরা কেউ জানি না।’জিম্বাবুয়েতে সাফারি ব্যবসা রয়েছে হুইটলের। তুর্গে এবং সেভ নদীর মাঝে অবস্থিত সেই সাফারি ব্যবসার কাজেই সেদিন বেরিয়ে পড়েছিলেন জিম্বাবুয়ের সাবেক ব্যাটার। কিন্তু হঠাৎ করেই জঙ্গলে চিতা বাঘের আক্রমণে পড়েন তিনি। এর আগে ২০১৩ সালেও প্রাণে বেঁচে যান হুইটল। ১১ বছর আগে এক কুমির তাঁর বিছানার নিচে সারা রাত ছিল। সকাল বেলা ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি।
১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ৪৬ টেস্ট এবং ১৪৭ ওয়ানডে খেলেছেন হুইটল। টেস্টের ২২০৭ রানের বিপরীতে ২৭০৫ রান করেছেন ওয়ানডেতে। তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ অপরাজিত ২০৩ রানের ইনিংসটি ক্রিকেটের আদি সংস্করণে। বল হাতে টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৫১টি। আর স্লো মিডিয়াম পেসে ওয়ানডেতে পেয়েছেন ৮৮ উইকেট।
প্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদযাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।
৩ মিনিট আগেমাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
১ ঘণ্টা আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
৩ ঘণ্টা আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
৩ ঘণ্টা আগে