Ajker Patrika

লিটন ফেরার পরেই বৃষ্টি চট্টগ্রামে

আপডেট : ০৩ মে ২০২৪, ২১: ১৫
লিটন ফেরার পরেই বৃষ্টি চট্টগ্রামে

চট্টগ্রামে জিম্বাবুয়ের ৪১ রানে ৭ উইকেট তুলে নিয়ে অল্প রানে আটকানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে শুরুর ধাক্কা সামলিয়ে বাংলাদেশকে ১২৫ লক্ষ্য দিয়েছে সফরকারীরা। 

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্যক্তিগত ১ রানে ড্রেসিংরুমে ফিরেছেন লিটন দাস। সতীর্থ হারানোর ধাক্কা সামলিয়ে এখন বাংলাদেশের রান এগিয়ে নেওয়ার দায়িত্ব তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর কাঁধে। তবে তাঁদের দায়িত্ব পালনের আগে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। চট্টগ্রামে বৃষ্টি নামায় এই মুহূর্তে খেলা বন্ধ রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভার শেষে ১ উইকেটে ১০ রান। 

বৃষ্টি শেষে আবার খেলা শুরু হলে বাংলাদেশকে করতে হবে ১১৫ রান। এই রান করতে বাংলাদেশের হাতে বল রয়েছে ১০২টি এবং ৯ উইকেট। এর আগে তাসকিন আহমেদ-মোহাম্মদ সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে অল্প রানেই জিম্বাবুয়েকে আটকাতে পারত বাংলাদেশ।

সেটা অবশ্য হতে দেননি জিম্বাবুয়ের ব্যাটার ক্লাইভ মাদান্দে (৪৩) ও ওয়েলিংটন মাসাকাদজা (৩৪)। দুজনে মিলে অষ্টম উইকেটে ৭৫ রানের জুটি গড়ে দলকে ১২৪ রান এনে দিয়েছেন। তাসকিনের মতো ৩টি উইকেট নিয়েছেন ১৮ মাস পর খেলতে নামা সাইফউদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত