বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজটা কি জমবে
জিম্বাবুয়ের বিপক্ষে খেলে কী লাভ? প্রশ্নটা কমবেশি শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ব্যঙ্গ-রসিকতা করছেন, লিটন দাসের মতো যাঁরা রানখরায় ভুগছেন, বিশ্বকাপের আগে তাঁদের ছন্দে ফেরাতে এই সিরিজের আয়োজন! এই ছন্দে ফেরাটা ‘ভুল আত্মবিশ্বাসে’র জন্ম দেবে বলেও কারও কারও অভিমত।