নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরেছে জিম্বাবুয়ে। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতে সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। একই সঙ্গে সফরকারীরা এড়িয়েছে ধবলধোলাই। তবে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার মতে, আরও ম্যাচ জিততে পারতেন তাঁরা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হেসেখেলে জেতে বাংলাদেশ। তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি জিততে বাংলাদেশের ঘাম ছুটে যায়। জিম্বাবুয়ে সেই দুই ম্যাচ (তৃতীয় ও চতুর্থ) হেরেছে ৯ ও ৫ রানে। পরাজয়ের ব্যবধানটাই বলে দিচ্ছে জিম্বাবুয়ে জয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যেখানে গত পরশু মিরপুরে জিম্বাবুয়ে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ৪২ রানে শেষ ১০ উইকেট ফেলে দেয়। তবে ব্যাটাররা চাপ সামলাতে পারেননি। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজা বলেন, ‘জয় দিয়ে শেষ করতে পেরে ভালো লাগছে। আরও দুই-একটা ম্যাচ আমরা জিততে পারতাম।’
ধবলধোলাই এড়ানোর ম্যাচে আজ রাজা ৪৬ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মেরেছেন ৬ চার ও ৪ ছক্কা। তবে পাঁচ ম্যাচ মিলে ১০০ রানও করতে পারেননি জিম্বাবুয়ে অধিনায়ক (৯৩ রান)। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনবার। প্রথম বলে আউট হওয়ার ঘটনাও রয়েছে। জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমার অবদানটাই শুধু বাকি ছিল। অনেক ইতিবাচক ব্যাপার রয়েছে। এখন আমার মাথা উঁচু রাখতে পারব।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জোনাথন ক্যাম্পবেলের। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ২৪ বলে করেছেন ৪৫ রান। সেই ম্যাচেই জিম্বাবুয়ের যখন ১০০ রানে অলআউট হওয়ার শঙ্কা জাগে, তখনই ব্রায়ান বেনেটের সঙ্গে গড়েন ৭৩ রানের জুটি। ২০ বছর বয়সী বেনেট জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (১৩৫ রান)। তানজিদ হাসান তামিম (১৬০ রার), তাওহীদ হৃদয়ের (১৪০ রান) পর সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান বেনেটের। তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে রাজা বলেন, ‘তরুণ ক্রিকেটাররা যেভাবে খেলেছে, তাতে আমি খুবই সন্তুষ্ট। এই দলে আমাদের ভবিষ্যৎ রয়েছে। এই তরুণেরা জিম্বাবুয়ে ক্রিকেটকে এগিয়ে নেবে।’
বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরেছে জিম্বাবুয়ে। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতে সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। একই সঙ্গে সফরকারীরা এড়িয়েছে ধবলধোলাই। তবে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার মতে, আরও ম্যাচ জিততে পারতেন তাঁরা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হেসেখেলে জেতে বাংলাদেশ। তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি জিততে বাংলাদেশের ঘাম ছুটে যায়। জিম্বাবুয়ে সেই দুই ম্যাচ (তৃতীয় ও চতুর্থ) হেরেছে ৯ ও ৫ রানে। পরাজয়ের ব্যবধানটাই বলে দিচ্ছে জিম্বাবুয়ে জয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যেখানে গত পরশু মিরপুরে জিম্বাবুয়ে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ৪২ রানে শেষ ১০ উইকেট ফেলে দেয়। তবে ব্যাটাররা চাপ সামলাতে পারেননি। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজা বলেন, ‘জয় দিয়ে শেষ করতে পেরে ভালো লাগছে। আরও দুই-একটা ম্যাচ আমরা জিততে পারতাম।’
ধবলধোলাই এড়ানোর ম্যাচে আজ রাজা ৪৬ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মেরেছেন ৬ চার ও ৪ ছক্কা। তবে পাঁচ ম্যাচ মিলে ১০০ রানও করতে পারেননি জিম্বাবুয়ে অধিনায়ক (৯৩ রান)। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনবার। প্রথম বলে আউট হওয়ার ঘটনাও রয়েছে। জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমার অবদানটাই শুধু বাকি ছিল। অনেক ইতিবাচক ব্যাপার রয়েছে। এখন আমার মাথা উঁচু রাখতে পারব।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জোনাথন ক্যাম্পবেলের। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ২৪ বলে করেছেন ৪৫ রান। সেই ম্যাচেই জিম্বাবুয়ের যখন ১০০ রানে অলআউট হওয়ার শঙ্কা জাগে, তখনই ব্রায়ান বেনেটের সঙ্গে গড়েন ৭৩ রানের জুটি। ২০ বছর বয়সী বেনেট জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (১৩৫ রান)। তানজিদ হাসান তামিম (১৬০ রার), তাওহীদ হৃদয়ের (১৪০ রান) পর সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান বেনেটের। তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে রাজা বলেন, ‘তরুণ ক্রিকেটাররা যেভাবে খেলেছে, তাতে আমি খুবই সন্তুষ্ট। এই দলে আমাদের ভবিষ্যৎ রয়েছে। এই তরুণেরা জিম্বাবুয়ে ক্রিকেটকে এগিয়ে নেবে।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে