নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরেছে জিম্বাবুয়ে। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতে সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। একই সঙ্গে সফরকারীরা এড়িয়েছে ধবলধোলাই। তবে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার মতে, আরও ম্যাচ জিততে পারতেন তাঁরা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হেসেখেলে জেতে বাংলাদেশ। তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি জিততে বাংলাদেশের ঘাম ছুটে যায়। জিম্বাবুয়ে সেই দুই ম্যাচ (তৃতীয় ও চতুর্থ) হেরেছে ৯ ও ৫ রানে। পরাজয়ের ব্যবধানটাই বলে দিচ্ছে জিম্বাবুয়ে জয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যেখানে গত পরশু মিরপুরে জিম্বাবুয়ে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ৪২ রানে শেষ ১০ উইকেট ফেলে দেয়। তবে ব্যাটাররা চাপ সামলাতে পারেননি। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজা বলেন, ‘জয় দিয়ে শেষ করতে পেরে ভালো লাগছে। আরও দুই-একটা ম্যাচ আমরা জিততে পারতাম।’
ধবলধোলাই এড়ানোর ম্যাচে আজ রাজা ৪৬ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মেরেছেন ৬ চার ও ৪ ছক্কা। তবে পাঁচ ম্যাচ মিলে ১০০ রানও করতে পারেননি জিম্বাবুয়ে অধিনায়ক (৯৩ রান)। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনবার। প্রথম বলে আউট হওয়ার ঘটনাও রয়েছে। জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমার অবদানটাই শুধু বাকি ছিল। অনেক ইতিবাচক ব্যাপার রয়েছে। এখন আমার মাথা উঁচু রাখতে পারব।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জোনাথন ক্যাম্পবেলের। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ২৪ বলে করেছেন ৪৫ রান। সেই ম্যাচেই জিম্বাবুয়ের যখন ১০০ রানে অলআউট হওয়ার শঙ্কা জাগে, তখনই ব্রায়ান বেনেটের সঙ্গে গড়েন ৭৩ রানের জুটি। ২০ বছর বয়সী বেনেট জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (১৩৫ রান)। তানজিদ হাসান তামিম (১৬০ রার), তাওহীদ হৃদয়ের (১৪০ রান) পর সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান বেনেটের। তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে রাজা বলেন, ‘তরুণ ক্রিকেটাররা যেভাবে খেলেছে, তাতে আমি খুবই সন্তুষ্ট। এই দলে আমাদের ভবিষ্যৎ রয়েছে। এই তরুণেরা জিম্বাবুয়ে ক্রিকেটকে এগিয়ে নেবে।’
বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরেছে জিম্বাবুয়ে। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতে সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। একই সঙ্গে সফরকারীরা এড়িয়েছে ধবলধোলাই। তবে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার মতে, আরও ম্যাচ জিততে পারতেন তাঁরা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হেসেখেলে জেতে বাংলাদেশ। তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি জিততে বাংলাদেশের ঘাম ছুটে যায়। জিম্বাবুয়ে সেই দুই ম্যাচ (তৃতীয় ও চতুর্থ) হেরেছে ৯ ও ৫ রানে। পরাজয়ের ব্যবধানটাই বলে দিচ্ছে জিম্বাবুয়ে জয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যেখানে গত পরশু মিরপুরে জিম্বাবুয়ে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ৪২ রানে শেষ ১০ উইকেট ফেলে দেয়। তবে ব্যাটাররা চাপ সামলাতে পারেননি। মিরপুরে আজ পঞ্চম টি-টোয়েন্টিতে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজা বলেন, ‘জয় দিয়ে শেষ করতে পেরে ভালো লাগছে। আরও দুই-একটা ম্যাচ আমরা জিততে পারতাম।’
ধবলধোলাই এড়ানোর ম্যাচে আজ রাজা ৪৬ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মেরেছেন ৬ চার ও ৪ ছক্কা। তবে পাঁচ ম্যাচ মিলে ১০০ রানও করতে পারেননি জিম্বাবুয়ে অধিনায়ক (৯৩ রান)। এক অঙ্কের ঘরে আউট হয়েছেন তিনবার। প্রথম বলে আউট হওয়ার ঘটনাও রয়েছে। জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমার অবদানটাই শুধু বাকি ছিল। অনেক ইতিবাচক ব্যাপার রয়েছে। এখন আমার মাথা উঁচু রাখতে পারব।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জোনাথন ক্যাম্পবেলের। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে ২৪ বলে করেছেন ৪৫ রান। সেই ম্যাচেই জিম্বাবুয়ের যখন ১০০ রানে অলআউট হওয়ার শঙ্কা জাগে, তখনই ব্রায়ান বেনেটের সঙ্গে গড়েন ৭৩ রানের জুটি। ২০ বছর বয়সী বেনেট জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (১৩৫ রান)। তানজিদ হাসান তামিম (১৬০ রার), তাওহীদ হৃদয়ের (১৪০ রান) পর সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান বেনেটের। তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে রাজা বলেন, ‘তরুণ ক্রিকেটাররা যেভাবে খেলেছে, তাতে আমি খুবই সন্তুষ্ট। এই দলে আমাদের ভবিষ্যৎ রয়েছে। এই তরুণেরা জিম্বাবুয়ে ক্রিকেটকে এগিয়ে নেবে।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে