নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
লিটন দাসের সময় কতটা খারাপ যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ফিফটির দেখা পাননি তিন সংস্করণ মিলিয়ে টানা ২০ ইনিংসে। সর্বশেষ গত বছর ওয়ানডে বিশ্বকাপে পুনেতে ভারতের বিপক্ষে খেলেছিলেন ৬৬ রানের এক ইনিংস। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দহারা লিটন কিছুটা চিন্তা বাড়াচ্ছে টপ অর্ডারে।
জিম্বাবুয়ের বিপক্ষে অতীত পারফরম্যান্স লিটনের পক্ষেই ছিল। চলতি সিরিজের আগে তাদের বিপক্ষে ৪৫ ব্যাটিং গড় ছিল তাঁর। কিন্তু এবার টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে করেন ৩ বলে ১ রান। দ্বিতীয় ম্যাচে ফেরেন ২৫ বলে ২৩ রান বরে। শেষ ১১ ইনিংসের মধ্যে ৪ বার আউট হয়েছেন শূন্য রানে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টপ অর্ডারে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাঁকে। নতুন বলে ভালো শুরু এনে দেওয়ার দায়িত্ব তাঁর। বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস অবশ্য আশাবাদী, বিশ্বকাপে ‘অনেক’ রান করবেন লিটন। তাঁর মতে ছন্দে ফিরতে লিটনের একটা ভালো ইনিংস প্রয়োজন।
ছন্দহারা লিটন চিন্তা বাড়াচ্ছে কি না? চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ঐচ্ছিক অনুশীলনে এসে পোথাস সংবাদমাধ্যমকে বললেন, ‘আমার মনে হয় এটা আপনাদের দৃষ্টিভঙ্গি। লিটন দাস আমাদের অনেক কিছু দিচ্ছে। সে বিশ্বমানের একজন ক্রিকেটার। অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে সে মাত্র এক ইনিংস দূরে আছে। কাজেই কোনো সন্দেহ নেই—লিটন অনেক রান করবে, যেটা সে আগেও করেছে। সে আমাদের দলে অনেক কিছু যোগ করছে। সে ফিল্ডিংয়ে যা দিচ্ছে, সিনিয়র খেলোয়াড় হিসেবে যে ভূমিকা রাখছে। আপনারা যা দেখছেন তার থেকে অনেক বেশি সে দলে অবদান রাখছে।’
ব্যর্থতার কারণেই সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে বাদ পড়েছিলেন লিটন। তারপর নিজেকে ফিরে পেতে ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন আবাহনীর হয়ে। সেখানেও সেভাবে ফিরে পাননি নিজেকে। এক ম্যাচে ৫৬ রানের মন্থর এক ইনিংস খেলেছিলেন ১০৬ বলে।
লিটনকে রানে ফেরাতে কোচরাও সর্বোচ্চ চেষ্টা করছেন। আত্মবিশ্বাস জোগানো, মানসিক সমর্থন সবই দিচ্ছেন তাঁরা। লিটনের প্রসঙ্গে গতকাল বাংলাদেশ দলের এক নির্বাচক বললেন, ‘আমাদের স্থলাভিষিক্ত নেই ভালো। লিটন হয়তো প্রথম ম্যাচ খারাপ করেছে, হয়তো দ্রুতই কামব্যাক করবে। হয়তো কেউ দেখছে না, আত্মবিশ্বাস জোগাতে আমরা তাকে সব রকমের মানসিক সমর্থন দিচ্ছি।’ অথচ ব্যাট হাতে ২০২২ সালটা কী অসাধারণ কেটেছিল লিটনের।
আরও পড়ুন:
লিটন দাসের সময় কতটা খারাপ যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ফিফটির দেখা পাননি তিন সংস্করণ মিলিয়ে টানা ২০ ইনিংসে। সর্বশেষ গত বছর ওয়ানডে বিশ্বকাপে পুনেতে ভারতের বিপক্ষে খেলেছিলেন ৬৬ রানের এক ইনিংস। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দহারা লিটন কিছুটা চিন্তা বাড়াচ্ছে টপ অর্ডারে।
জিম্বাবুয়ের বিপক্ষে অতীত পারফরম্যান্স লিটনের পক্ষেই ছিল। চলতি সিরিজের আগে তাদের বিপক্ষে ৪৫ ব্যাটিং গড় ছিল তাঁর। কিন্তু এবার টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে করেন ৩ বলে ১ রান। দ্বিতীয় ম্যাচে ফেরেন ২৫ বলে ২৩ রান বরে। শেষ ১১ ইনিংসের মধ্যে ৪ বার আউট হয়েছেন শূন্য রানে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টপ অর্ডারে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাঁকে। নতুন বলে ভালো শুরু এনে দেওয়ার দায়িত্ব তাঁর। বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস অবশ্য আশাবাদী, বিশ্বকাপে ‘অনেক’ রান করবেন লিটন। তাঁর মতে ছন্দে ফিরতে লিটনের একটা ভালো ইনিংস প্রয়োজন।
ছন্দহারা লিটন চিন্তা বাড়াচ্ছে কি না? চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ঐচ্ছিক অনুশীলনে এসে পোথাস সংবাদমাধ্যমকে বললেন, ‘আমার মনে হয় এটা আপনাদের দৃষ্টিভঙ্গি। লিটন দাস আমাদের অনেক কিছু দিচ্ছে। সে বিশ্বমানের একজন ক্রিকেটার। অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে সে মাত্র এক ইনিংস দূরে আছে। কাজেই কোনো সন্দেহ নেই—লিটন অনেক রান করবে, যেটা সে আগেও করেছে। সে আমাদের দলে অনেক কিছু যোগ করছে। সে ফিল্ডিংয়ে যা দিচ্ছে, সিনিয়র খেলোয়াড় হিসেবে যে ভূমিকা রাখছে। আপনারা যা দেখছেন তার থেকে অনেক বেশি সে দলে অবদান রাখছে।’
ব্যর্থতার কারণেই সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে বাদ পড়েছিলেন লিটন। তারপর নিজেকে ফিরে পেতে ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন আবাহনীর হয়ে। সেখানেও সেভাবে ফিরে পাননি নিজেকে। এক ম্যাচে ৫৬ রানের মন্থর এক ইনিংস খেলেছিলেন ১০৬ বলে।
লিটনকে রানে ফেরাতে কোচরাও সর্বোচ্চ চেষ্টা করছেন। আত্মবিশ্বাস জোগানো, মানসিক সমর্থন সবই দিচ্ছেন তাঁরা। লিটনের প্রসঙ্গে গতকাল বাংলাদেশ দলের এক নির্বাচক বললেন, ‘আমাদের স্থলাভিষিক্ত নেই ভালো। লিটন হয়তো প্রথম ম্যাচ খারাপ করেছে, হয়তো দ্রুতই কামব্যাক করবে। হয়তো কেউ দেখছে না, আত্মবিশ্বাস জোগাতে আমরা তাকে সব রকমের মানসিক সমর্থন দিচ্ছি।’ অথচ ব্যাট হাতে ২০২২ সালটা কী অসাধারণ কেটেছিল লিটনের।
আরও পড়ুন:
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৩ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৪ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৫ ঘণ্টা আগে