নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ হাসান তামিমের। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ পরিয়ে দিয়েছেন জুনিয়র তামিমের টি-টোয়েন্টি অভিষেক ক্যাপ।
দেড় বছর পর টি-টোয়েন্টি দলের একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী ছিলেন সৌম্য সরকার। চোটের কারণে এই সিরিজে নেই সৌম্য। তাঁর জায়গায় ওপেনিং করবেন তামিম।
বাংলাদেশের বোলিং আক্রমণে দুই স্পিনার, দুই পেসার ও এক পেস বোলিং অলরাউন্ডার। পেস বোলিংয়ে তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে আছেন সাইফউদ্দিন। লেগ স্পিনার রিশাদ হোসেন সঙ্গে আছেন শেখ মেহেদী হাসান।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), জয়লর্ড গাম্বি, শন উইলিয়ামস, ক্রেইগ এরভিন ব্রায়ান বেনেট, ক্লাইভ মাদান্দে, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।
চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ হাসান তামিমের। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ পরিয়ে দিয়েছেন জুনিয়র তামিমের টি-টোয়েন্টি অভিষেক ক্যাপ।
দেড় বছর পর টি-টোয়েন্টি দলের একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী ছিলেন সৌম্য সরকার। চোটের কারণে এই সিরিজে নেই সৌম্য। তাঁর জায়গায় ওপেনিং করবেন তামিম।
বাংলাদেশের বোলিং আক্রমণে দুই স্পিনার, দুই পেসার ও এক পেস বোলিং অলরাউন্ডার। পেস বোলিংয়ে তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের সঙ্গে আছেন সাইফউদ্দিন। লেগ স্পিনার রিশাদ হোসেন সঙ্গে আছেন শেখ মেহেদী হাসান।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), জয়লর্ড গাম্বি, শন উইলিয়ামস, ক্রেইগ এরভিন ব্রায়ান বেনেট, ক্লাইভ মাদান্দে, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে