Ajker Patrika

বাংলাদেশের বিশ্বকাপ দলে কারা কারা থাকছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মে ২০২৪, ১৮: ১৮
বাংলাদেশের বিশ্বকাপ দলে কারা কারা থাকছেন

সবার আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতও আজ দল ঘোষণা করেছে। দল নিয়ে নিঃসংশয় হতে পারলে শুধু শুধু কাজটা ঝুলিয়ে রাখার দরকার কী! কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করবে কবে? 

বিসিবির এক নির্বাচক আজ মুঠোফোনে জানালেন, বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণাই দেবেন না তাঁরা। এবার খুব একটা কাটাছেঁড়া হয়নি, নেই কোনো পজিশন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, তবু দল ঘোষণায় সমস্যা কোথায়? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বললেন, ‘আমাদের কাজ হলো দল গোছানো। আমরা সেটি করেছি। বিসিবিকে দেওয়া হয়েছে। কিন্তু সেটা ঘোষণা করা যাবে কি না প্রকাশ্যে, এটা বিসিবির সিদ্ধান্ত। তাদের কাছ থেকে যদি নির্দেশনা আসে, তাহলে সেটা ভিন্ন ব্যাপার।’ 

আরেক নির্বাচক আবদুর রাজ্জাক বললেন, ‘জিম্বাবুয়ে সিরিজে যারা খেলবে, এরাই তো (যাবে)। এর বাইরে আমাদের টি-টোয়েন্টির খেলোয়াড় কোথায়?’ আর লিপু বললেন, ‘আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যুক্তরাষ্ট্রের দলটাই হবে বিশ্বকাপ দল। পরিবর্তন আসার সম্ভাবনা খুব একটা নেই।’ 

জানা গেছে, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ ও চোট কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়েছে ১৫ সদস্যের বিশ্বকাপ দলে। নির্বাচকেরা জানিয়েছেন, সাইফউদ্দিন-সৌম্য এখনো পুরোপুরি ফিট নন, তাঁদেরও শেষ পর্যন্ত দেখা হবে। পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, তানভীর ইসলামকে আপাতত রিজার্ভে রাখা হয়েছে। যদি কেউ চোটে পড়েন কিংবা ফিট হতে না পারেন, তখন তাঁদের থেকে কেউ সুযোগ পাবেন। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত