জিমেইলের কনটেন্ট মুছে ফেলা শুরু ১ ডিসেম্বর, সচল রাখতে যা করবেন
১ ডিসেম্বর থেকে জিমেইল অ্যাকাউন্টের কনটেন্ট মুছে ফেলা শুরু করবে গুগল। কোম্পানির এই পদক্ষেপের ফরে ফটোজ, জিমেইল, ডকস, ড্রাইভ, মিট, ক্যালেন্ডারসহ গুগল ওয়ার্কস্পেসের বিভিন্ন কনটেন্ট ডিলিট হয়ে যাবে। অন্য কোথায় ব্যাকআপ না রাখলে ছবি, মেইল ও ফাইল সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে গ্রাহক। দুই বছর ধরে অচল অ্যাকাউন্টগ