Ajker Patrika

নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল

প্রযুক্তি ডেস্ক
নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল

অনেকেই বিভিন্ন কারণে একাধিক জিমেইল অ্যাকাউন্ট খুলে থাকেন। তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় একটি বা দুটি অ্যাকাউন্ট বাদে বাকি অ্যাকাউন্টগুলো আর ব্যবহার করা হয়ে ওঠে না। এবার সেই সকল নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্টগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল। মুছে যাওয়া অ্যাকাউন্টগুলো পরবর্তীতে আবেদন করলেও ফিরিয়ে দেওয়া হবে না।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, যেসব জিমেইল অ্যাকাউন্ট দুই বছর ধরে নিষ্ক্রিয় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে মুছে ফেলা হবে। গুগল জানিয়েছে, ইমেইল পড়া বা পাঠানো, গুগল ড্রাইভ ব্যবহার, ইউটিউবে ভিডিও দেখা, গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা, গুগল সার্চ ব্যবহার করা বা তৃতীয় পক্ষের কোনো অ্যাপে সাইন ইন করতে গুগলের অ্যাকাউন্ট ব্যবহার করলে সেই অ্যাকাউন্টগুলোকে সক্রিয় হিসেবে বিবেচনা করা হবে। ফলে দুই বছর ধরে শুধু ইমেইল আদান-প্রদান না করলেও সেই অ্যাকাউন্ট মুছে ফেলবে না গুগল।

চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কার্যক্রম শুরু করতে পারে গুগল। নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হলে সেগুলোর ইউজার নেম অন্য যে কেউ সহজেই ব্যবহার করার সুযোগ পাবেন।

এদিকে, জিমেইলে নতুন এআই সুবিধা চালু করছে টেক জায়ান্ট গুগল। এআই সুবিধাটি ব্যবহারকারীকে পুরো একটি ই-মেইল লিখে দেবে। নতুন এই সুবিধার নাম ‘হেল্প মি রাইট’। এটি মূলত জিমেইলের ‘অটো রিপ্লাই’ ও ‘জেনারেটিভ টেক্সট’ এর উন্নত সংস্করণ।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডেভেলপারদের নিয়ে অনুষ্ঠিত আই/ও ২০২৩ সম্মেলনে জিমেইলে নতুন এই সুবিধা আনার ঘোষণা দেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের আগের ই-মেইল পর্যালোচনা করে পুরো ই-মেইল লিখে দেবে নতুন এই এআই টুল। পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে লেখা ই-মেইলটি ব্যবহারকারীরা সম্পাদনা করে নিতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত