প্রতিটি অ্যাকাউন্টের জন্য ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয় গুগল। এই স্টোরেজ ইমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোজসহ গুগলের সব পণ্যের জন্য ব্যবহার করা হয়। ফ্রি স্টোরেজ শেষ হলে গ্রাহক যেসব সমস্যার সম্মুখীন হতে পারে, তা তুলে ধরা হল–
১. নতুন ফাইল ও ইমেজ গুগল ড্রাইভে আপলোড করা যাবে না।
২. ছবি ও ভিডিও গুগল ফটোজে ব্যাকআপ করা যাবে না।
৩. জিমেইলে নতুন কোনো ইমেইল আসবে ও কোন ইমেইল পাঠানোও যাবে না।
৪. গুগল ডকস, শিটস, স্লাইড, ড্রয়িংস, ফ্রমস ও জ্যামবোর্ডের মত সহযোগী অ্যাপগুলোতে নতুন ফাইল তৈরি করা যাবে না।
৫. নতুন রেকর্ডার ফাইলও ব্যাকআপ করা যাবে না।
৬. এই স্টোরেজ শেষ হওয়ার দুই বছরের মধ্যে গ্রাহক যদি নতুন স্টোরেজ না কিনে বা অ্যাকাউন্টের কিছু স্টোরেজ খালি না করে তাহলে জিমেইল, গুগল ফটোজ ও গুগল ড্রাইভের (গুগল ডকস, শিটস, স্লাইড, ড্রয়িংস, ফ্রমস ও জ্যামবোর্ডসহ) সব কনটেন্ট ডিলিট হয়ে যাবে।
কনটেন্ট সরিয়ে ফেলার আগে ইমেইল ও নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহকদের সর্তক করবে গুগল। কনটেন্ট ডিলিট করার অন্তত তিন মাস আগে কোম্পানি গ্রাহককে এই সতর্কবার্তা পাঠাবে। তাই এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য গ্রাহকের কাছে পর্যাপ্ত সময় থাকবে।
কনটেন্টগুলোর ডিলিট এড়াতে গ্রাহকদের সাবক্রিপশন প্ল্যান কেনার জন্য সুযোগ দেবে গুগল। আর প্ল্যাটফর্মটি থেকে নিজের ফাইল ডাউনলোড করার সময় দেবে।
গুগলের স্টোরেজ বাড়াতে প্রতি মাসে ১০০ জিবির জন্য ১৫০ টাকা, ২০০ জিবির জন্য ২৫০ টাকা ও ২ টিবি স্টোরেজের জন্য ৮০০ টাকা খরচ করবে হবে।
সূত্র: গ্যাজেট নাও
প্রতিটি অ্যাকাউন্টের জন্য ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয় গুগল। এই স্টোরেজ ইমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোজসহ গুগলের সব পণ্যের জন্য ব্যবহার করা হয়। ফ্রি স্টোরেজ শেষ হলে গ্রাহক যেসব সমস্যার সম্মুখীন হতে পারে, তা তুলে ধরা হল–
১. নতুন ফাইল ও ইমেজ গুগল ড্রাইভে আপলোড করা যাবে না।
২. ছবি ও ভিডিও গুগল ফটোজে ব্যাকআপ করা যাবে না।
৩. জিমেইলে নতুন কোনো ইমেইল আসবে ও কোন ইমেইল পাঠানোও যাবে না।
৪. গুগল ডকস, শিটস, স্লাইড, ড্রয়িংস, ফ্রমস ও জ্যামবোর্ডের মত সহযোগী অ্যাপগুলোতে নতুন ফাইল তৈরি করা যাবে না।
৫. নতুন রেকর্ডার ফাইলও ব্যাকআপ করা যাবে না।
৬. এই স্টোরেজ শেষ হওয়ার দুই বছরের মধ্যে গ্রাহক যদি নতুন স্টোরেজ না কিনে বা অ্যাকাউন্টের কিছু স্টোরেজ খালি না করে তাহলে জিমেইল, গুগল ফটোজ ও গুগল ড্রাইভের (গুগল ডকস, শিটস, স্লাইড, ড্রয়িংস, ফ্রমস ও জ্যামবোর্ডসহ) সব কনটেন্ট ডিলিট হয়ে যাবে।
কনটেন্ট সরিয়ে ফেলার আগে ইমেইল ও নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহকদের সর্তক করবে গুগল। কনটেন্ট ডিলিট করার অন্তত তিন মাস আগে কোম্পানি গ্রাহককে এই সতর্কবার্তা পাঠাবে। তাই এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য গ্রাহকের কাছে পর্যাপ্ত সময় থাকবে।
কনটেন্টগুলোর ডিলিট এড়াতে গ্রাহকদের সাবক্রিপশন প্ল্যান কেনার জন্য সুযোগ দেবে গুগল। আর প্ল্যাটফর্মটি থেকে নিজের ফাইল ডাউনলোড করার সময় দেবে।
গুগলের স্টোরেজ বাড়াতে প্রতি মাসে ১০০ জিবির জন্য ১৫০ টাকা, ২০০ জিবির জন্য ২৫০ টাকা ও ২ টিবি স্টোরেজের জন্য ৮০০ টাকা খরচ করবে হবে।
সূত্র: গ্যাজেট নাও
আকাশে এবং পানির নিচে ডুবে চলাফেরা করতে পারবে এমন একটি ‘হাইব্রিড ড্রোন’ তৈরি করেছেন ডেনমার্কের আলবরগ ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি বড় একটি পুলের পাশে থেকে উড়ে উঠে সোজা পানির নিচে ডুব দেয়।
১ ঘণ্টা আগেচ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে বছরে ৩০ বিলিয়ন ডলার বা ৩ হাজার কোটি ডলারের বিশাল এক ডেটা সেন্টার চুক্তি করেছে। এ তথ্য গত সোমবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে প্রকাশিত হয়। এরপর গত মঙ্গলবার এক্স (সাবেক টুইটার)–এ এবং একটি
২ ঘণ্টা আগেশিশু হিসেবে দাবি করা আশ্রয়প্রার্থীদের বয়স নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। ok মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন অভিবাসন মন্ত্রী অ্যাঞ্জেলা ঈগল।
৩ ঘণ্টা আগেবর্তমানে ইউটিউবের সফল চ্যানেল পরিচালনার অন্যতম কৌশল হচ্ছে সুন্দরভাবে সাজানো ও সংগঠিত প্লে-লিস্ট তৈরি করা। প্লে-লিস্ট শুধু দর্শকদের জন্য কনটেন্ট খুঁজে পাওয়া সহজ করে তোলে না, বরং এটি একটি চ্যানেলের পেশাদারি, দর্শক ধরে রাখার ক্ষমতা এবং সার্বিক ইউটিউব অ্যালগরিদমে এগিয়ে থাকার কৌশল হিসেবেও গুরুত্বপূর্ণ
৪ ঘণ্টা আগে