অনলাইন ডেস্ক
জিমেইলে আনসাবস্ক্রাইবের জন্য নতুন বাটন নিয়ে এসেছে গুগল। এর মাধ্যমে খুব সহজেই স্প্যাম ইমেইলসহ বিভিন্ন ধরনের প্রচারণামূলক ইমেইল পাওয়া বন্ধ করা যাবে। বাটনটিতে একটি ট্যাপের মাধ্যমে অবাঞ্ছিত ইমেইল থেকে মুক্তি পাওয়া যায়।
ফিচারটি চালু করার আগে প্রতিটি ইমেইলের ভেতরের একটি আনসাবস্ক্রাইব লিংকে ঢুকতে হতো। আর এতসংখ্যক ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। তবে খুব সহজেই নতুন ফিচারটির মাধ্যমেই স্প্যাম ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করা যাবে।
ডেস্কটপ ব্রাউজার ও স্মার্টফোন অ্যাপের মাধ্যমে জিমেইলের এই বাটন ব্যবহার করা যাবে।
একই পদ্ধতির মাধ্যমে আইওএস, অ্যান্ড্রয়েড অ্যাপ ও ডেস্কটপ ব্রাউজারে বাটনটি ব্যবহার করা যাবে। এখানে আইওএসের জিমেইল অ্যাপের উদাহরণ দেওয়া হলো। ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
১. ইমেইল খুলুন
যেই অ্যাড্রস থেকে আর ইমেইল পেতে চান না, সেই ইমেইল জিমেইল অ্যাপে খুলুন।
২. আনসাবস্ক্রাইব বাটন খুঁজে বের করুন
ইমেইলের ওপরে প্রেরকের তথ্যের কাছে আনসাবস্ক্রাইব বাটনটি দেখা যাবে। বাটনটিতে ট্যাপ করুন।
৩. আনসাবস্ক্রাইব করুন
আনসাবস্ক্রাইব বাটনে ট্যাপ করলে একটি পপ আপ দেখা যাবে। এতে আবার আনসাবস্ক্রাইব অপশনে ট্যাপ করুন। এর মাধ্যমে ওই প্রাপক থেকে আর কোনো ইমেইল আর জিমেইলে প্রবেশ করবে না।
জিমেইলে স্প্যাম ইমেইলের মাধ্যমে বিভিন্ন লিংকে প্রবেশ করলে গ্রাহকেরা হ্যাকিংয়ের শিকার হতে পারে। তাই ফিচারটি জিমেইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও প্রদান করবে।
এছাড়া একই সঙ্গে অনেকগুলো ইমেইল অ্যাড্রেস থেকে একবারে আনসাবস্ক্রাইব করার জন্যও নতুন ফিচার আনা চিন্তাভাবনা করছে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ বলছে, জিমেইলে একটি প্রেরকের ৫ হাজারের বেশি ইমেইল থাকবে সেক্ষেত্রে এই ফিচার করবে। এটি ফেব্রুয়ারি মাস থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: টমস গাইড
জিমেইলে আনসাবস্ক্রাইবের জন্য নতুন বাটন নিয়ে এসেছে গুগল। এর মাধ্যমে খুব সহজেই স্প্যাম ইমেইলসহ বিভিন্ন ধরনের প্রচারণামূলক ইমেইল পাওয়া বন্ধ করা যাবে। বাটনটিতে একটি ট্যাপের মাধ্যমে অবাঞ্ছিত ইমেইল থেকে মুক্তি পাওয়া যায়।
ফিচারটি চালু করার আগে প্রতিটি ইমেইলের ভেতরের একটি আনসাবস্ক্রাইব লিংকে ঢুকতে হতো। আর এতসংখ্যক ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। তবে খুব সহজেই নতুন ফিচারটির মাধ্যমেই স্প্যাম ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করা যাবে।
ডেস্কটপ ব্রাউজার ও স্মার্টফোন অ্যাপের মাধ্যমে জিমেইলের এই বাটন ব্যবহার করা যাবে।
একই পদ্ধতির মাধ্যমে আইওএস, অ্যান্ড্রয়েড অ্যাপ ও ডেস্কটপ ব্রাউজারে বাটনটি ব্যবহার করা যাবে। এখানে আইওএসের জিমেইল অ্যাপের উদাহরণ দেওয়া হলো। ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
১. ইমেইল খুলুন
যেই অ্যাড্রস থেকে আর ইমেইল পেতে চান না, সেই ইমেইল জিমেইল অ্যাপে খুলুন।
২. আনসাবস্ক্রাইব বাটন খুঁজে বের করুন
ইমেইলের ওপরে প্রেরকের তথ্যের কাছে আনসাবস্ক্রাইব বাটনটি দেখা যাবে। বাটনটিতে ট্যাপ করুন।
৩. আনসাবস্ক্রাইব করুন
আনসাবস্ক্রাইব বাটনে ট্যাপ করলে একটি পপ আপ দেখা যাবে। এতে আবার আনসাবস্ক্রাইব অপশনে ট্যাপ করুন। এর মাধ্যমে ওই প্রাপক থেকে আর কোনো ইমেইল আর জিমেইলে প্রবেশ করবে না।
জিমেইলে স্প্যাম ইমেইলের মাধ্যমে বিভিন্ন লিংকে প্রবেশ করলে গ্রাহকেরা হ্যাকিংয়ের শিকার হতে পারে। তাই ফিচারটি জিমেইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও প্রদান করবে।
এছাড়া একই সঙ্গে অনেকগুলো ইমেইল অ্যাড্রেস থেকে একবারে আনসাবস্ক্রাইব করার জন্যও নতুন ফিচার আনা চিন্তাভাবনা করছে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ বলছে, জিমেইলে একটি প্রেরকের ৫ হাজারের বেশি ইমেইল থাকবে সেক্ষেত্রে এই ফিচার করবে। এটি ফেব্রুয়ারি মাস থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: টমস গাইড
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আগামী কয়েক মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা। যুক্তরাষ্ট্রের নির্মাতাপ্রতিষ্ঠান আর্চার ঘোষণা করেছে, তারা শিগগির আবুধাবিতে তাদের ‘মিডনাইট’ উড়োজাহাজ উড্ডয়ন করবে এবং এ বছরই যাত্রী পরিবহন শুরু করবে।
৩ ঘণ্টা আগেকোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
১ দিন আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
১ দিন আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
২ দিন আগে