৫৪ বছরে কোনো সরকার দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি: জামায়াতের নায়েবে আমির
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আন্দোলনে জালেম পালিয়ে গেলেও জুলুম এখনো শেষ হয়নি। বাংলাদেশে এখনো অন্ধকার বিরাজমান। আমরা আল্লাহর আলো ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চাই। বাংলাদেশে যত অন্ধকার, অত্যাচার, অপরাধ আছে, তা বন্ধ করতে চাই। আল কোরআনের আলো জাতীয় সংসদে জ্বালাতে হবে। কারণ সেখানে যে আইন পাস করা হয়,