হঠাৎ ঝড়ে সব শেষ, ঠাঁই খোলা আকাশের নিচে
জামালপুরের ইসলামপুর উপজেলায় গত মঙ্গলবার রাতের ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া বাড়িঘরের বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন। কারও বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে, কারও বা সামান্য অবশিষ্ট রয়েছে। সবাই খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন। মাথা গোঁজার ঠাঁইটুকুও হঠাৎ ঝড়ে নিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এ