সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জোয়ারে নদীর পানি বেড়ে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনার পূর্ব পাড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়কসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে শিগগিরই ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানান স্থানীয়রা।
আজ রোববার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের বটতলা এলাকায় গিয়ে দেখা গেছে, হঠাৎ জোয়ারে যমুনার পানি বেড়ে নদীর পূর্বপাড়ে ভাঙন দেখা দিয়েছে। যমুনার এ ভাঙনে পূর্বপাড়ের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়ক ঝুঁকিতে পড়েছে।
তীরে বসবাসকারীরা পানি বাড়ায় দুশ্চিন্তায় পড়েছেন। শিগগিরই এ ভাঙনরোধে ব্যবস্থা না নিলে ভরা মৌসুমে ভাঙন আরও তীব্র হয়ে উঠবে। এতে বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ফলে নদীর পূর্বপাড়ে বসবাসকারীরা আশ্রয়হীন হয়ে পড়বে বলে আশঙ্কা তাঁদের। এ ছাড়াও পাড় ভেঙে যাওয়ায় নদী পথে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কাওয়ামারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. কাশেম আলী, পোলট্রি খাদ্য ও ওষুধ ব্যবসায়ী মামুনুর রশিদ মিন্টু, ব্যবসায়ী হায়দার আলী, নিজাম উদ্দিন, হারুন, ময়নাল হকসহ স্থানীয়রা জানান, গত কয়েক দিনের জোয়ারে যমুনার পানি বেড়ে গেছে। এতে যমুনার পূর্বপাড়ের কাওয়ামারা এলাকার বটতলায় ভাঙন দেখা দিয়েছে। এতে তাঁদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
এ ভাঙন তীব্র আকার ধারণ করলে সরিষাবাড়ী-ভূয়াপুর মহাসড়ক ভেঙে যান চলাচল বন্ধ হয়ে পড়বে। নদীর পাড়ে ভাঙন ধরায় নদী পথে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তাঁরা।
এ বিষয়ে পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড সদস্য জামাল উদ্দিন বলেন, ভাঙনের বিষয়টি ইউনিয়ন পরিষদে আলোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ভাঙনের বিষয়টি তার জানা ছিল না। ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জোয়ারে নদীর পানি বেড়ে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনার পূর্ব পাড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়কসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে শিগগিরই ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানান স্থানীয়রা।
আজ রোববার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের বটতলা এলাকায় গিয়ে দেখা গেছে, হঠাৎ জোয়ারে যমুনার পানি বেড়ে নদীর পূর্বপাড়ে ভাঙন দেখা দিয়েছে। যমুনার এ ভাঙনে পূর্বপাড়ের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়ক ঝুঁকিতে পড়েছে।
তীরে বসবাসকারীরা পানি বাড়ায় দুশ্চিন্তায় পড়েছেন। শিগগিরই এ ভাঙনরোধে ব্যবস্থা না নিলে ভরা মৌসুমে ভাঙন আরও তীব্র হয়ে উঠবে। এতে বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ফলে নদীর পূর্বপাড়ে বসবাসকারীরা আশ্রয়হীন হয়ে পড়বে বলে আশঙ্কা তাঁদের। এ ছাড়াও পাড় ভেঙে যাওয়ায় নদী পথে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কাওয়ামারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. কাশেম আলী, পোলট্রি খাদ্য ও ওষুধ ব্যবসায়ী মামুনুর রশিদ মিন্টু, ব্যবসায়ী হায়দার আলী, নিজাম উদ্দিন, হারুন, ময়নাল হকসহ স্থানীয়রা জানান, গত কয়েক দিনের জোয়ারে যমুনার পানি বেড়ে গেছে। এতে যমুনার পূর্বপাড়ের কাওয়ামারা এলাকার বটতলায় ভাঙন দেখা দিয়েছে। এতে তাঁদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
এ ভাঙন তীব্র আকার ধারণ করলে সরিষাবাড়ী-ভূয়াপুর মহাসড়ক ভেঙে যান চলাচল বন্ধ হয়ে পড়বে। নদীর পাড়ে ভাঙন ধরায় নদী পথে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তাঁরা।
এ বিষয়ে পিংনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড সদস্য জামাল উদ্দিন বলেন, ভাঙনের বিষয়টি ইউনিয়ন পরিষদে আলোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ভাঙনের বিষয়টি তার জানা ছিল না। ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে