Ajker Patrika

ডিএমপির প্রসিকিউশনে দুর্নীতি তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিএমপির প্রসিকিউশনে দুর্নীতি তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রসিকিউশন কার্যালয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই নির্দেশ দিয়েছেন।

আজ রোববার আদালত সূত্রে জানা গেছে, গত বুধবার (৩০ এপ্রিল) আদালত এই নির্দেশ দিয়েছেন। সূত্র আরও জানায়, আদালত একটি তদন্ত কমিটি গঠন করে ওই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন—ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ মো. হুমায়ুন কবির, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান ও সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রাশেদ হোসেন পরাগ।

গত ২৯ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় ‘পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘুষের গোপন মিশন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে ডিসি প্রসিকিউশন কার্যালয়ের বিভিন্ন দুর্নীতির তথ্য প্রকাশ করা হয়। ওই সংবাদ প্রকাশের পর স্বপ্রণোদিত হয়ে আদালত এ আদেশ দেন।

আদালত আদেশে বলেন, গত ২৯ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, জি. আর শাখার নথি আটকে বিচার প্রার্থীদের কাছ থেকে গোপনে টাকা আদায় ছাড়াও হাজতখানায় বন্দীদের সাক্ষাৎ ও খাবারের সুযোগ দেওয়ার বিনিময়ে কিছু কর্মকর্তা অর্থ নিয়েছেন। এ ছাড়া বদলি, পদায়নের ক্ষেত্রেও ঘুষ আদান-প্রদানের অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনা করে তা প্রতিকারের বিষয়ে উদ্যোগ নেওয়া আবশ্যক।

আদেশে আরও বলা হয়, বর্ণিত অভিযোগগুলো তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা–ভাঙচুর

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত