Ajker Patrika

পদ্মায় জালে ধরা পড়া এক কাতল ৫২ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৫, ১৪: ০৯
পদ্মায় ধরা পড়া কাতল। ছবি: আজকের পত্রিকা
পদ্মায় ধরা পড়া কাতল। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ, যা বিক্রি হয়েছে ৫২ হাজার ১৬০ টাকায়। আজ রোববার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে চানমিয়ার জালে মাছটি ধরা পড়ে।

জেলে চানমিয়া জানান, ভোররাতে একটি ট্রলারে তিনি তার দলের লোকজন নিয়ে নদীতে মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা পান না তাঁরা। পরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। সেখানে জাল তুলতেই বেশ কয়েকটি ঝাঁকুনি দেয়। এতে বুঝতে পরেন বড় কোনো মাছ জালে আটকা পড়েছে। জাল নৌকায় তুলতেই দেখেন বিশাল একটি কাতল মাছ। পরে দৌলতদিয়া সাইদ মোল্লার মাছের আড়তে ওজন দিয়ে দেখেন ৩২ কেজি ৬০০ গ্রাম মাছটি।

স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে জেলে চানমিয়া মাছটি দৌলতদিয়া ঘাটের সাইদ মোল্লার মাছের আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ১৬০ টাকায় কিনে নিই। মাছটি ফেরিঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেই সঙ্গে মোবাইল ফোনে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে, কেজি প্রতি ৫০ বা ১০০ টাকা বেশি দাম পেলেই মাছটি বিক্রি করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত