Ajker Patrika

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আহত কিশোরের ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত কিশোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। গতকাল শনিবার রাত দেড়টার দিকে মৃত্যু হয় তার।

মৃত্যুর বিষয় নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়েছে। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গতকাল শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের রেললাইনে এক যুবক আর ওই কিশোর ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের। আহতাবস্থায় কিশোরটিকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঢাকা মেডিকেলে কিশোরটিকে নিয়ে আসা পথচারী মো. শাকিল জানান, খিলক্ষেত রেললাইনে মানুষের ভিড় দেখে এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি দুজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জানতে পারি, ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। সেখান একজনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

এদিকে ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, গতকাল শনিবার বেলা পৌনে ৩টার দিকে ঢাকাগামী সুরমা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই কিশোর আহত হয়। পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় তার। কিশোরটির পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় এক যুবক ঘটনাস্থলে মারা যায়। যার বয়স হবে আনুমানিক ২৫ বছর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত