হজের নিবন্ধনের সময় বাড়িয়ে আমরা পিছিয়ে থাকতে চাই না: ধর্মমন্ত্রী
গত ১৮ জানুয়ারি হজের নিবন্ধন শেষ হয়েছে। নতুন করে নিবন্ধনের সময় আরও বাড়ানো হবে কি না—এ প্রসঙ্গে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, ‘বাংলাদেশ সব দিক দিয়ে যখন এগিয়ে যাচ্ছে, তখন আর পিছিয়ে থাকতে চাই না। আমরা হাবের সঙ্গে গত পরশু মিটিং করেছি এবং আল্টিমেটাম দিয়েছি। ফারদার সময় বাড়ানোতে চাই না।’