Ajker Patrika

রেললাইনে বসে গেম খেলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে ২ বন্ধুর মৃত্যু

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৯: ৫১
রেললাইনে বসে গেম খেলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে ২ বন্ধুর মৃত্যু

জামালপুরে মেলান্দহে দুই বন্ধু রেললাইনে বসে অনলাইনে গেম খেলছিলেন। এ সময় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের কাটা পড়ে দুজনেই নিহত হন। আজ সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে দুরমুট ইউনিয়নের রুকানাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

নিহতেরা হলেন মজিবর রহমান (১৮) ও শাকিল মিয়া (২০)। মজিবর রুকানাই এলাকার শাহেদ মিয়ার ছেলে। শাকিল একই এলাকার শাহাবুদ্দীন মাক্কুর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার পর থেকে রুকানাই রেললাইনের ওপর একই চাদর দুই বন্ধু গায়ে দিয়ে ফ্রি ফায়ার নামের অনলাইন গেম খেলছিলেন। ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে শাকিল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। মজিবরকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিহত হন।

নিহতদের বন্ধু জুনায়েদ আহমেদ বলেন, ‘তারা দুজনে একটি চাদর গায়ে দিয়ে রেললাইনের ওপর বসে ফ্রি ফায়ার গেম খেলছিল। কানে দুজনেরই হেডফোন ছিল। তখন কয়েকজন লাইন থেকে উঠে খেলার জন্য বলেছিল। তারা শুনে নাই। পরে শুনলাম ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছে তারা।’

মেলান্দহ থানার এসআই এনামুল হক সিদ্দিকী বলেন, ‘দুজন মিলে রেললাইনে বসে ফ্রি ফায়ার খেলছিলেন। দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে দুজনেরই মৃত্যু হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত