জামালপুর প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আবার সরগরম হয়ে উঠেছে জামালপুরের বকশীগঞ্জ। পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর ঘরোয়া প্রচারে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা।
আগামী ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভার ভোট হবে। এ জন্য ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। এতে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর প্রচার শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। এবারের নির্বাচনে ১২টি ভোটকেন্দ্রে মোট ৩৫ হাজার ৫৩৮ জন ভোটার তাঁদের ভোট প্রদান করবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভা নির্বাচন উপলক্ষে বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুজ্জামান মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সাবেক ভিপি আনোয়ার হোসেন বাহাদুর মেয়র পদে প্রার্থী হয়ে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে না হওয়ায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সিদ্ধান্তহীনতায় রয়েছেন।
বকশীগঞ্জ পৌরসভা ২০১৩ সালে গঠন হলেও ২০১৯ সালে প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর প্রথম মেয়র নির্বাচিত হন। এবার কে হবেন মেয়র, তা নিয়ে এখন বকশীগঞ্জে চলছে আলোচনা। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে জানান দিতে ঘরোয়া প্রচার-প্রচারণা শুরু করেছেন। বিভিন্ন কৌশলে তাঁরা ভোট প্রার্থনা করে যাচ্ছেন। শুক্রবার জুমার নামাজের সময় সম্ভাব্য প্রার্থীরা মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া চাইছেন।
বর্তমান পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, ‘আমি গতবার দেড় হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। এবার ২০ হাজার ভোটে বিজয়ী হব।’ তিনি বলেন, পৌর নাগরিকদের সেবা দিয়ে তাঁদের আস্থা অর্জন করেছেন তিনি। তাই আবারও তাঁকে পৌরবাসী মেয়র হিসেবে নির্বাচিত করবেন।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন তালুকদার বাবুল বলেন, ‘অপরিকল্পিত পৌরসেবা থেকে পরিকল্পিত পৌরসভা গড়তে চাই। আর সেই আধুনিক পৌরসভা করার লক্ষ্যে জনগণের বিপুল ভোটে বিজয়ী হব।’
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আবার সরগরম হয়ে উঠেছে জামালপুরের বকশীগঞ্জ। পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর ঘরোয়া প্রচারে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা।
আগামী ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভার ভোট হবে। এ জন্য ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। এতে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর প্রচার শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। এবারের নির্বাচনে ১২টি ভোটকেন্দ্রে মোট ৩৫ হাজার ৫৩৮ জন ভোটার তাঁদের ভোট প্রদান করবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভা নির্বাচন উপলক্ষে বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুজ্জামান মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সাবেক ভিপি আনোয়ার হোসেন বাহাদুর মেয়র পদে প্রার্থী হয়ে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে এই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে না হওয়ায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সিদ্ধান্তহীনতায় রয়েছেন।
বকশীগঞ্জ পৌরসভা ২০১৩ সালে গঠন হলেও ২০১৯ সালে প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর প্রথম মেয়র নির্বাচিত হন। এবার কে হবেন মেয়র, তা নিয়ে এখন বকশীগঞ্জে চলছে আলোচনা। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে জানান দিতে ঘরোয়া প্রচার-প্রচারণা শুরু করেছেন। বিভিন্ন কৌশলে তাঁরা ভোট প্রার্থনা করে যাচ্ছেন। শুক্রবার জুমার নামাজের সময় সম্ভাব্য প্রার্থীরা মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দোয়া চাইছেন।
বর্তমান পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, ‘আমি গতবার দেড় হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। এবার ২০ হাজার ভোটে বিজয়ী হব।’ তিনি বলেন, পৌর নাগরিকদের সেবা দিয়ে তাঁদের আস্থা অর্জন করেছেন তিনি। তাই আবারও তাঁকে পৌরবাসী মেয়র হিসেবে নির্বাচিত করবেন।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইসমাইল হোসেন তালুকদার বাবুল বলেন, ‘অপরিকল্পিত পৌরসেবা থেকে পরিকল্পিত পৌরসভা গড়তে চাই। আর সেই আধুনিক পৌরসভা করার লক্ষ্যে জনগণের বিপুল ভোটে বিজয়ী হব।’
নাসির উদ্দিন বলেন, ‘আজ কাজী আমজাদ সাইদ (২০) ও সবুজা বেগম (৪০) নামের দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমজাদ ঘটনার সময় উদ্ধার করতে গিয়ে আহত হয়েছিলেন। আর সবুজা বেগম স্কুলে আয়ার কাজ করতেন। গতকাল আয়ান খান (১২) ও রাফসি (১২) নামের দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।’
১৮ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদ থেকে মুকিত আহমদ (১৮) নাম এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ এ তথ্য নিশ্চিত করে।
২৪ মিনিট আগেসান্তাহার রেলওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা দেড়টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল। সেই মুহূর্তে মোটরসাইকেল আরোহী নাসিম মাহমুদ জয় রেলক্রসিং দিয়ে দ্রুত পার হতে গেলে ওই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে
২৬ মিনিট আগেচাঁদপুরের মতলব উত্তরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। দিনরাত এসব কিশোর ধারালো অস্ত্র নিয়ে দলবেঁধে বেপরোয়াভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। মারামারি, মেয়েদের উত্ত্যক্ত, মাদকসেবন, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে তারা। এ পরিস্থিতিতে অভিভাবকেরা উদ্বিগ্ন এবং এলাকাবাসী আতঙ্কিত।
২৮ মিনিট আগে