Ajker Patrika

জামালপুরে কলেজছাত্র হত্যা: ৭ জনের যাবজ্জীবন 

জামালপুর প্রতিনিধি
জামালপুরে কলেজছাত্র হত্যা: ৭ জনের যাবজ্জীবন 

জামালপুরের তুলশীপুরে কলেজছাত্র লিটন হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সাতজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ও আরও ২ বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। 

আজ মঙ্গলবার দুপুরে জামালপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক এই রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্তরা হলেন–রামদেব বাড়ি গ্রামের মজিবর রহমান (পলাতক), মিজান, সোহেল, সুমন, লাভলু, হেলাল উদ্দিন ও মো. মিজান। 

মামলার বাদীপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, জামালপুর সদর উপজেলার রামদেববাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে কলেজছাত্র লিটন ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাতে চাচার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর ১৪ জানুয়ারি দুপুর ৩টার দিকে গোপীনাথপুরে লিটনের মরদেহ পাওয়া যায়। 

এই ঘটনায় লিটনের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

আইনজীবী নির্মল কান্তি ভদ্র আরও জানান, স্থানীয় একটি সমিতির টাকা লেনদেন নিয়ে শত্রুতার জের ধরে লিটনকে গলা কেটে হত্যার পর আংশিক পুড়িয়ে ফেলে আসামিরা। মামলায় বাদীসহ মোট ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন। 

মামলার বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন আমান উল্লাহ আকাশ ও জামিল হাসান তাপস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত