ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় অস্তিত্বহীন এক এনজিওর কর্মীর পরিচয় দিয়ে আর্থিক অনুদানের প্রতিশ্রুতিতে দরিদ্র মানুষের অর্থ আত্মসাৎ করায় ৩ প্রতারককে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার সন্ধ্যায় ইসলামপুর থানায় দায়ের করা মামলায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার বিকেলে উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামে মৃত হোসেন মণ্ডলের ছেলে ভুক্তভোগী শাহজাহান মণ্ডল বাদী হয়ে প্রতারকদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা করেন।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন মাদারগঞ্জ উপজেলার পশ্চিম নলছিয়া গ্রামের আব্দুস সালাম মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৪), ঝাড়কাটা নলছিয়া গ্রামের মৃত বাহাজউদ্দিনের ছেলে আনিছুর রহমান আনিছ (৪৭) এবং চর গোপালপুর গ্রামের মৃত শামছুল মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩১)।
মামলা সূত্রে জানা যায়, পল্লী দারিদ্র্য কল্যাণ সংস্থা ঝাউপাড়া, কানাডা-বাংলাদেশ সংস্থা নামের একটি এনজিওর কর্মী পরিচয় দিয়ে যমুনা নদীর মধ্যবর্তী দুর্গম অঞ্চল সাপধরী এলাকায় কয়েক দিন ধরে প্রতারকেরা দরিদ্র লোকজনকে আর্থিক অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিল। এ ছাড়া এনজিওর সদস্য করে গরু, ছাগল, হাঁস, মুরগিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারক চক্রটি অর্ধশতাধিক পরিবারের কাছে মাথাপিছু ৩০০ থেকে ৪০০ টাকা চাঁদা হাতিয়ে নেয়।
গত শনিবার বিকেলে একপর্যায়ে আচার-আচরণে সন্দেহ হলে তাঁদের কাছে এনজিওর পরিচয়পত্র দেখতে চান স্থানীয়রা। এ সময় কৌশলে পালানোর চেষ্টা করলে উপস্থিতি জনতা তিন প্রতারককে ধরে থানা-পুলিশে খবর দেয়। পরে গভীর রাতে ঘটনাস্থল থেকে ওই তিন প্রতারককে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
মামলার বাদী শাহজাহান মণ্ডল বলেন, ‘অনুদান দেওয়ার কথা বলে এনজিওকর্মী পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র এলাকার দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। পরে বিষয়টি বুঝতে পেরে আমরা প্রতারককে আটকে পুলিশে সোপর্দ করেছি।’
মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, ‘পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তাঁরা পেশাদার প্রতারক দলের সদস্য। এনজিওর সদস্য করার নামে গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে
এলাকার দরিদ্র মানুষের টাকা আত্মসাৎ করেছেন।’
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, এনজিওকর্মী পরিচয় দিয়ে দরিদ্র মানুষের কাছে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তিন প্রতারককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
জামালপুরের ইসলামপুর উপজেলায় অস্তিত্বহীন এক এনজিওর কর্মীর পরিচয় দিয়ে আর্থিক অনুদানের প্রতিশ্রুতিতে দরিদ্র মানুষের অর্থ আত্মসাৎ করায় ৩ প্রতারককে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার সন্ধ্যায় ইসলামপুর থানায় দায়ের করা মামলায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার বিকেলে উপজেলার সাপধরী ইউনিয়নের কাশারীডোবা গ্রামে মৃত হোসেন মণ্ডলের ছেলে ভুক্তভোগী শাহজাহান মণ্ডল বাদী হয়ে প্রতারকদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মামলা করেন।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন মাদারগঞ্জ উপজেলার পশ্চিম নলছিয়া গ্রামের আব্দুস সালাম মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৪), ঝাড়কাটা নলছিয়া গ্রামের মৃত বাহাজউদ্দিনের ছেলে আনিছুর রহমান আনিছ (৪৭) এবং চর গোপালপুর গ্রামের মৃত শামছুল মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩১)।
মামলা সূত্রে জানা যায়, পল্লী দারিদ্র্য কল্যাণ সংস্থা ঝাউপাড়া, কানাডা-বাংলাদেশ সংস্থা নামের একটি এনজিওর কর্মী পরিচয় দিয়ে যমুনা নদীর মধ্যবর্তী দুর্গম অঞ্চল সাপধরী এলাকায় কয়েক দিন ধরে প্রতারকেরা দরিদ্র লোকজনকে আর্থিক অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিল। এ ছাড়া এনজিওর সদস্য করে গরু, ছাগল, হাঁস, মুরগিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারক চক্রটি অর্ধশতাধিক পরিবারের কাছে মাথাপিছু ৩০০ থেকে ৪০০ টাকা চাঁদা হাতিয়ে নেয়।
গত শনিবার বিকেলে একপর্যায়ে আচার-আচরণে সন্দেহ হলে তাঁদের কাছে এনজিওর পরিচয়পত্র দেখতে চান স্থানীয়রা। এ সময় কৌশলে পালানোর চেষ্টা করলে উপস্থিতি জনতা তিন প্রতারককে ধরে থানা-পুলিশে খবর দেয়। পরে গভীর রাতে ঘটনাস্থল থেকে ওই তিন প্রতারককে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
মামলার বাদী শাহজাহান মণ্ডল বলেন, ‘অনুদান দেওয়ার কথা বলে এনজিওকর্মী পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র এলাকার দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। পরে বিষয়টি বুঝতে পেরে আমরা প্রতারককে আটকে পুলিশে সোপর্দ করেছি।’
মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, ‘পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তাঁরা পেশাদার প্রতারক দলের সদস্য। এনজিওর সদস্য করার নামে গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে
এলাকার দরিদ্র মানুষের টাকা আত্মসাৎ করেছেন।’
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, এনজিওকর্মী পরিচয় দিয়ে দরিদ্র মানুষের কাছে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তিন প্রতারককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আহত ব্যক্তি ও তাঁর পরিবার সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জুয়েল নামের এক ব্যক্তি এই হামলা চালিয়েছে। ওসামা একটি হত্যাচেষ্টা মামলায় প্রধান সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। ওই মামলার আসামি জুয়েল, যে তাঁর স্ত্রীকে বিষপানে হত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
৯ মিনিট আগেস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘অস্থিরতা তৈরির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে মৃত ব্যক্তিকে জীবিত বানিয়ে প্রচার করা হচ্ছে। যা ঘটে তা প্রচার করলে এই সমস্যা কমে আসবে। সত্য তথ্য তুলে ধরতে হবে। আর কিছু উসকানিদাতা তো থাকবেই। তারা চাইবে সমস্যা তৈরি কর
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন বলেছেন, রেল শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয়, বরং মালামাল পরিবহনের গুরুত্বপূর্ণ উপায় হিসেবেও গড়ে তোলা হবে। রেলকে লাভজনক করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছ
১ ঘণ্টা আগেউত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ২ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ শনিবার (২৬ জুলাই) দুপুরের পর তাদেরকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে